বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা
ধনবাড়ীতে নফল রোজা,ইফতার ও গণ দোয়া মাহফিল
- আপডেট সময় : ১০:০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নফল রোজা, গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ধনবাড়ী পৌর শহরের চৌরাস্তা মোড় এলাকায় অ্যাডভোকেট মোহাম্মদ আলীর রাজনৈতিক কার্যালয়ে এ কর্মসূচি পালন হয়।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব এবং টাঙ্গাইল-১ (মধুপুর-ধানবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থকদের উদ্যোগে এই আয়োজনে দলের নেতাকর্মী ও খালেদা জিয়ার ভক্তরা অংশ নেন।
ধনবাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইন উদ্দিনের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তৃতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল করিম, সাবেক জিএস মামুনুর রশীদ টিয়া, সাবেক সদস্য খলিল মাস্টার, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন খান বাবলু প্রমুখ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া শেষে ধনবাড়ী কলেজ মাঠে গণ ইফতার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ আলী বলেন, খালেদা জিয়া এখন দেশের সর্বজনীন নেত্রীতে পরিণত হয়েছেন। তার জন্য দেশের সবাই দোয়া করছেন। আপনারা দোয়া করুন তিনি যেনো সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে এসে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে পারেন। যারা সামনের নির্বাচনকে বানচালের জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র যেনো নসাৎ হয়ে যায়।
অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন— ফ্যাসিস্ট হাসিনা নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে জেলে নির্যাতনের মাধ্যমে তীলে তীলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। দ্রুত সুস্থতা কামনায় আমরা মধুপুর-ধনবাড়ী উপজেলাবাসী নফল রোজা রেখেছি এবং তার জন্য সকলে দোয়া করেছি।
মনোনয়ন নিয়ে মোহাম্মদ আলী বলেন,দল স্থানীয় সন্তানকে মূল্যায়ন করবেন আশা করি।
দোয়া মাহফিল কর্মসূচি নিয়ে তিনি অভিযোগ করে জানান, ধনবাড়ী সরকারি কলেজ মাঠে নেত্রীর জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। কিন্তু এ অনুষ্ঠানে করতে দেয়া হয়নি। তিনি পরবর্তীতে এমন বাধা সৃষ্টি না করার আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, টাঙ্গাইল-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন।



















