ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পূর্ণ নিরাপত্তার প্রস্তুতির লক্ষ্যে মতবিনিময়

টাঙ্গাইলের ৫ উপজেলায় শতাধিক চার্চে বড়দিন উৎসব

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৬:১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

আসন্ন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে মধুপুরসহ টাঙ্গাইল জেলার ৫ উপজেলার শতাধিক চার্চে বড়দিন উৎসব পালিত হবে। যার অধিকাংশ মোট ৯৩ টি চার্চ মধুপুর উপজেলায়। এসব চার্চেরপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিন স্তরের পুলিশি নিরাপত্তা জোরদার থাকবে বলে জানিয়েছেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আদিবুল ইসলাম।

সোমবার বিকেলে মধুপুর থানায় টাঙ্গাইল জেলা পুলিশ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত বড়দিন উপলক্ষ্যে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় মধুপুর ও আশপাশের চার্চ প্রধান, প্রতিনিধি ও খ্রিষ্টান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম বলেন, “বড়দিনের উৎসব যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপিত হয়, সেজন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সর্বক্ষণ সতর্ক থাকবে। পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।”

সভায় সভাপতিত্ব করেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল।
মতবিনিময় সভা সঞ্চলনা করেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন গোপালপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, গারো নেতা ইউজিন নকরেক, অ্যাডভোকেট জনযেত্রা, রেভা. মধুনাথ সাংমা,নারী নেত্রী সুলেখা ম্রং এবং নির্জন সিমসান।

বক্তারা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে বলে জানান। আসন্ন বড় দিন উপলক্ষ্যে খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি আহবান জানিয়েছেন তারা। প্রতি বছরের মতো এবারও প্রশাসনের সার্বিক সহযোগিতায় বড়দিন উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

পূর্ণ নিরাপত্তার প্রস্তুতির লক্ষ্যে মতবিনিময়

টাঙ্গাইলের ৫ উপজেলায় শতাধিক চার্চে বড়দিন উৎসব

আপডেট সময় : ০৬:১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

আসন্ন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে মধুপুরসহ টাঙ্গাইল জেলার ৫ উপজেলার শতাধিক চার্চে বড়দিন উৎসব পালিত হবে। যার অধিকাংশ মোট ৯৩ টি চার্চ মধুপুর উপজেলায়। এসব চার্চেরপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিন স্তরের পুলিশি নিরাপত্তা জোরদার থাকবে বলে জানিয়েছেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আদিবুল ইসলাম।

সোমবার বিকেলে মধুপুর থানায় টাঙ্গাইল জেলা পুলিশ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত বড়দিন উপলক্ষ্যে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় মধুপুর ও আশপাশের চার্চ প্রধান, প্রতিনিধি ও খ্রিষ্টান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম বলেন, “বড়দিনের উৎসব যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপিত হয়, সেজন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সর্বক্ষণ সতর্ক থাকবে। পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।”

সভায় সভাপতিত্ব করেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল।
মতবিনিময় সভা সঞ্চলনা করেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন গোপালপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, গারো নেতা ইউজিন নকরেক, অ্যাডভোকেট জনযেত্রা, রেভা. মধুনাথ সাংমা,নারী নেত্রী সুলেখা ম্রং এবং নির্জন সিমসান।

বক্তারা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে বলে জানান। আসন্ন বড় দিন উপলক্ষ্যে খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি আহবান জানিয়েছেন তারা। প্রতি বছরের মতো এবারও প্রশাসনের সার্বিক সহযোগিতায় বড়দিন উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।