মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
উদ্বোধন হলো ইনডোর চাইল্ড প্লে কর্ণার

- আপডেট সময় : ০৭:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ ৪৫০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর চাইল্ড প্লে কর্ণার উদ্বোধন হয়েছে।
সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কর্ণার উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সজিব কান্তি পাল,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন মধুপুর শাখার সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক ডা. নাজমুল হোসেন রনি, জাতীয় নাগরিক কমিটির মধুপুর উপজেলা শাখার প্রতিনিধি সদস্য সবুজ মিয়াসহ ক্লিনিক মালিক সমিতির অন্যান্য সদস্য বৃন্দ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, হাসপাতালের সেবা গ্রহীতাসহ ভর্তি রোগীদের অভিভাবক বৃন্দ।
উদ্বোধন শেষে প্রাইভেট ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত প্রতিনিধিগণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে মত বিনিময় করেন।
শালবনবার্তা২৪.কম/এসআই