চাঁদা দাবি
মধুপুরে ঔষধের দোকানে সন্ত্রাসী হামলার অভিযোগ

- আপডেট সময় : ১০:১৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

চাঁদা দাবি করে না পেয়ে ঔষধের দোকানে হামলা করে ভাঙচুর চালিয়েছে একদল সন্ত্রাসী। এ সময ঔষধের দোকানী ফার্মাসিস্ট ফজলুল হক ও তার সহযোগী কে কুপিয়ে আহত করেছে আক্রমণকারীরা। প্রতিবাদে ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ঘটনার পর পরই প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার সন্ধ্যা সাতটার দিকে মধুপুর পৌর শহরের ময়মনসিংহ রোডের সোহাগ ফার্মেসিতে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর শহরের সওদাগর পাড়ার মাহফুজ, জুয়েল,সোহাগ, সুলতান, নাদিমদের নেতৃত্ব ১০/১৫ জন কিশোর তরুণ রামদা, রড, ছুরি,লাঠি সোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ সোহাগ ফার্মেসিতে আক্রমণ করে। হাতের অস্ত্র দিয়ে মালিক ফজলুল কে আঘাত করে। ফেরাতে গিয়ে সহকারী আঘাত প্রাপ্ত হয়।এ সময আক্রমণকারীরা দোকানে ঢুকে তছনছ করে ও লুটপাট চালায়। মালিক ফজলুল হক দোকান ভাংচুর এবং নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা লুট হয়েছে দাবি করেছেন।
সোহাগ ফার্মেসির সোহাগ( ফজলুল হকের ছেলে) জানায়, ঘটনার আগে সওদাগর এক ছেলের সাথে সামান্য বিষয় নিয়ে তার কথাকাটি হয়।
এদিকে ঘটনার পর রাত সাড়ে ৮ টার দিকে ব্যবসায়ীদের সংগঠন মধুপুর শিল্প ও বণিক সমিতির আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়। সমিতির কার্যালয়ের সম্মুখ থেকে মিছিল নিয়ে বাসস্ট্যান্ডের আনারস চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু সাংগঠনিক সম্পাদক আসাদ সরকার, রবি প্রমুখ বক্তব্য রাখেন। তারা দ্রুত দোষীদের আটক করতে প্রশাসনের প্রতি আহবান জানান। না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
সমাবেশে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির উপস্থিত হয়ে বক্তৃতা করেন। তিনি দোষীদের আটকের প্রতিশ্রুতি দিয়েছেন। মধুপুরকে তিনি যে কোনো মূল্যে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত রাখার ঘোষণা দিয়ে সকলের সহায়তা কামনা করেছেন।
অন্যদিকে ঔষধ ব্যবসায়ী সমিতিও রাতেই মাইকিং করে দুই দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। এ ঘটনায় রাতে মধুপুর শহর বেশ থমথমে ছিল।
রাত ১২ টার দিকে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির জানান, থানায় এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।