মধুপুরে শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক কর্মশালা

- আপডেট সময় : ১০:৫২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় মধুপুর উপজেলা প্রশাসন এবং সনাক- টিআইবি’র যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মলেন কক্ষে অনুষ্ঠিত “জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয়” শীর্ষক ওই কর্মশালায় সভাপতিত্ব করেন
দিনব্যাপী এই কর্মশালাটি উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। সেশন সঞ্চালনা করেন টিআইবি’র কো-অর্ডিনেটর মো.আতিকুর রহমান।
এতে জাতীয় শুদ্ধাচার কৌশলের গুরুত্ব, প্রেক্ষাপট, অন্তর্ভূক্ত প্রতিষ্ঠানসমূহ, বাস্তবায়নের প্রধান টুলস এবং টেকসই উন্নয়ন অভীষ্ট পরিচিতি, লক্ষ্যমাত্রা, গুরুত্ব, উপাদানসমূহ ও দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় টেকসই উন্নয়ন অভীষ্ট ১৬ এর প্রয়োগ কৌশল, বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ অংশগ্রহণকারীগণ কর্মশালায় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেন এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার করেন।
কর্মশালায় প্রধান অতিথি মো. জুবায়ের হোসেন বলেন ‘‘বিশ্বের অন্য দেশের মতো আমরা এগিয়ে যেতে পারছি না শুধু দুর্নীতির জন্য। সরকারি কর্মকর্তা যারা বিভিন্ন দায়িত্বে আছেন, তারা যদি জনগণকে যেই সেবা দেওয়ার দরকার, সেটা না দেন তাহলেই শুদ্ধাচার লঙ্ঘন হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের সুফল পুরোপুরি পেতে হলে জাতীয় শুদ্ধাচার কৌশল যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে আমাদের একযোগে কাজ করতে হবে।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সভাপতি মো. আব্দুল মালেক, সদস্য মো. বজলুর রশিদ খান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার উজ্জ্বল বৈরাগি, পিআইও রাজীব আল রানা, সমাজসেবা কর্মকর্তা মো.মোস্তফা হোসাইন, টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর মাহান-উল-হক প্রমূখ।