খালার বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন রুহুল আমিন

- আপডেট সময় : ০৬:৪০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ২৪২ বার পড়া হয়েছে

খালার বাড়ির(পালিত মা) পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সমাজবিজ্ঞানে গ্র্যাজুয়েট টিআইবির তরুণ সংগঠন ইয়েস গ্রুপের সদস্য রুহুল আমিন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার পিরোজপুর বাজারের মাদরাসা মাঠে প্রথম এবং পরে কুড়াগাছা গ্রামের পশ্চিমপাড়া মসজিদের সামনে জনাজা নামাজ অনুষ্ঠিত হয। ওই মসজিদের পাশে পালিত বাবা খোরশেদ আলীর(খালু) পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জানাজা নামাজে এলাকার বিভিন্ন স্তরের অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। নামাজের পূর্বে সেখানে কান্নাররোল পড়ে যায়। স্মৃতিচারণ মূলক বক্তৃতা করেন মধুপুর সনাকের বর্তমান সভাপতি আব্দুল মালেক, সাবেক সভাপতি অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু,মধুপুর কলেজের সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী, মধুপুর কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান জহুরুল ইসলাম, সাবেক সনাক সদস্য ও সাংবাদিক এস.এম শহীদ,টিআইবি’র মুক্তাগাছা এরিয়া কো-অর্ডিনেটর দেলোয়ার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হক, সাবেক ইয়েস সদস্য রায়হান সজীব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ইয়েস সদস্য মাজাহারুল ইসলাম, সালাম মেম্বার প্রমুখ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মধুপুর শাখার ইর্ন্টাণ ও ইয়েস সদস্যরা গোলাবাড়ী হতে প্রতিষ্ঠানের (এসিজি)’র কাজ শেষ করে মধুপুর ফিরছিলেন। টাঙ্গাইল – জামালপুর আঞ্চলিক মহাসড়কের গোলাবাড়ী ব্রিজ পার হয়ে কাইতকাই সীমানায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অটো চালক আব্দুল গফুরের মৃত্যু হয় এবং এ সময় অটোরিক্সার যাত্রী ইয়েস গ্রুপের ৩ সদস্য রুহুল আমিন, রহুল আমিন রনি ও সুমি আক্তার গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রুহুল আমিনের মৃত্যু হয়। বাকি দুইজনকে গুরুতর অবস্থায় বৃহস্পতিবার রাতেই ঢকায় পাঠানো হয়। এখন তাদের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে রুহুল আমিনের মৃত্যুতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান শোক প্রকাশ করেছেন। তিনিসহ টিআইবি পরিবার শোকাহত। তারা নিহতের আত্নার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনাা প্রকাশ করেছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। শোক জানিয়েছেন মধুপুর সনাকের সভাপতি আব্দুল মালেক, সদস্য ও সাবেক সভাপতি অধ্যক্ষ বজলুর রশীদ খানসহ সনাক পরিবার, ইয়েস গ্রুপের সদস্যগণ ।