ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

১২ কর্মকর্তার বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে ২৫ ক্যাডারের কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৭:১৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

ফেসবুকে লেখালেখির কারণে ২৫ ক্যাডারের কর্মকর্তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন ২৫ ক্যাডারের “আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ” মধুপুরের কর্মকর্তারা।

রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টাঙ্গাইলের মধুপুরে ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কালো ব্যাজ পরে ব্যানারসহ কর্মকর্তারা পূর্ণ দিবস কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছে।

দিবস কর্মবিরতি ও মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, হাসপাতালের কনসালটেন্ট বৃন্দ, আর এমও, মেডিকেল অফিসার, নার্সিং অফিসার এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী বৃন্দরা।

অবস্থান কর্মসূচি শেষে দাবির বিষয়ে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) সামনে এই অবস্থান কর্মসূচি পালন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে আগামী এক সপ্তাহের মধ্যে পক্ষপাতদুষ্ট এ আদেশ প্রত্যাহার না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের পক্ষ থেকে জানানো হয়।

ফেসবুকে লেখালেখির মতো তুচ্ছ কারণে ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বৈষম্যপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রশাসন ক্যাডার ২৫ ক্যাডারের ন্যায্য দাবি আদায় ও জনপ্রশাসন সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এমন ব্যবস্থা গ্রহণ করেছেন বলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ দাবি করেছে।

 

শালবনবার্তা২৪.কম/এআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১২ কর্মকর্তার বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে ২৫ ক্যাডারের কর্মবিরতি

আপডেট সময় : ০৭:১৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

ফেসবুকে লেখালেখির কারণে ২৫ ক্যাডারের কর্মকর্তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন ২৫ ক্যাডারের “আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ” মধুপুরের কর্মকর্তারা।

রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টাঙ্গাইলের মধুপুরে ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কালো ব্যাজ পরে ব্যানারসহ কর্মকর্তারা পূর্ণ দিবস কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছে।

দিবস কর্মবিরতি ও মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, হাসপাতালের কনসালটেন্ট বৃন্দ, আর এমও, মেডিকেল অফিসার, নার্সিং অফিসার এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী বৃন্দরা।

অবস্থান কর্মসূচি শেষে দাবির বিষয়ে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) সামনে এই অবস্থান কর্মসূচি পালন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে আগামী এক সপ্তাহের মধ্যে পক্ষপাতদুষ্ট এ আদেশ প্রত্যাহার না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের পক্ষ থেকে জানানো হয়।

ফেসবুকে লেখালেখির মতো তুচ্ছ কারণে ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বৈষম্যপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রশাসন ক্যাডার ২৫ ক্যাডারের ন্যায্য দাবি আদায় ও জনপ্রশাসন সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এমন ব্যবস্থা গ্রহণ করেছেন বলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ দাবি করেছে।

 

শালবনবার্তা২৪.কম/এআর