সংবাদ শিরোনাম :
মধুপুরে টিআইবি'র মানববন্ধন
নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচার চাই এখনই

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
- আপডেট সময় : ০৭:৩৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

‘নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচার চাই, এখনই’ এমন দাবিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবির উদ্যোগে সারাদেশে একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি( সনাক) মধুপুরের উদ্যোগেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার(১৬ মার্চ) বেলা ১১টায় ময়মনসিংহ রোডের নতুন বাজার সনাক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সনাক সভাপতি আব্দুল মালেক, সনাক সদস্য ও ইয়েস বিষয়ক উপকমিটির আহবায়ক বজলুর রশিদ খান,সনাক সদস্য শ্রীকুমার গুহ নিয়োগী,সনাক সদস্য শামসুল আলম। ইয়েস গ্রুপের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাজহারুল ইসলাম ও সেলিনা পারভীন।
এ সময় তারা নারীর প্রতি সহিংসতা রোধে সরকারের কার্যকর পদক্ষেপ ও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।