ঢাকা ০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির কর্মকর্তারা।

হামাসপন্থি গণমাধ্যম জানিয়েছে, রোববারের এ হামলায় বারদাউইলের সঙ্গে তার স্ত্রীও নিহত হয়েছেন। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েলকে এ হত্যাকাণ্ডের জন্য দায়ী করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বারদাউইল ও তার স্ত্রী খান ইউনিসে তাদের আশ্রয়কেন্দ্রের তাঁবুতে নামাজ পড়ার সময় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সেখানে আঘাত হানে।

হামাসের বিবৃতিতে বলা হয়, তার রক্ত, তার স্ত্রীর ও শহীদদের রক্ত স্বাধীনতা ও মুক্তির লড়াইয়ে ইন্ধন যোগাবে। অপরাধী শত্রুরা আমাদের মনোবল ও সংকল্প ধ্বংস করতে পারবে না।

হামাস নেতৃবৃন্দের গণমাধ্যম উপদেষ্টা তাহের আল-নোনো এক ফেসবুক পোস্টে বারদাউইলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তবে রয়টার্স জানিয়েছে, বারদাউইল ও তার স্ত্রীর নিহত হওয়ার বিষয়ে ইসরায়েলি কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

শালবনবার্তা২৪.কম/এসআই

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত

আপডেট সময় : ০৪:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির কর্মকর্তারা।

হামাসপন্থি গণমাধ্যম জানিয়েছে, রোববারের এ হামলায় বারদাউইলের সঙ্গে তার স্ত্রীও নিহত হয়েছেন। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েলকে এ হত্যাকাণ্ডের জন্য দায়ী করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বারদাউইল ও তার স্ত্রী খান ইউনিসে তাদের আশ্রয়কেন্দ্রের তাঁবুতে নামাজ পড়ার সময় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সেখানে আঘাত হানে।

হামাসের বিবৃতিতে বলা হয়, তার রক্ত, তার স্ত্রীর ও শহীদদের রক্ত স্বাধীনতা ও মুক্তির লড়াইয়ে ইন্ধন যোগাবে। অপরাধী শত্রুরা আমাদের মনোবল ও সংকল্প ধ্বংস করতে পারবে না।

হামাস নেতৃবৃন্দের গণমাধ্যম উপদেষ্টা তাহের আল-নোনো এক ফেসবুক পোস্টে বারদাউইলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তবে রয়টার্স জানিয়েছে, বারদাউইল ও তার স্ত্রীর নিহত হওয়ার বিষয়ে ইসরায়েলি কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

শালবনবার্তা২৪.কম/এসআই