পুলিশকে জন আস্থায় ফেরানোর উদ্যোগ
৩ মাসে দু’বার শ্রেষ্ঠত্ব অর্জন সার্কেল অফিসার আরিফের

- আপডেট সময় : ০৭:২৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

সহকারী পুলিশ সুপার হিসেবে টাঙ্গাইলের মধুপুর সার্কেলে প্রথম পদায়িত হয়ে ৩ মাসেই জেলায় দুই বার শ্রেষ্ঠত্বে অর্জন করছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.আরিফুল ইসলাম।
৩৭তম বিসিএস ব্যাচের এ অফিসার ২০১৯ সালে পুলিশে যোগদান করে কর্মজীবন শুরু করেন। সারদা পুলিশ একাডেমি থেকে বেসিক ট্রেনিং শেষে ২০২১ সালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে যোগদান করে শুরু হয় তার পথ চলা। পরে মধুপুর সার্কেলের( মধুপুর- ধনবাড়ী) সহকারী পুলিশ সুপার হিসেবে মো. আরিফুর ইসলাম গেল বছর ১৭ ডিসেম্বরে পদায়িত হন।
পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের কর্ম বিশ্লেষণে দেখা গেছে তিন মাসে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। পর পর দুইবার তিনি জেলায় শ্রেষ্ঠ সার্কেল অফিসারের মর্যাদা পেয়ে পুরষ্কৃত হয়েছেন।
বরিশাল জেলার কৃতি এ অফিসার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন অর্জনসহ শিক্ষা জীবন শেষ করেন।
সম্প্রতি পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ফেব্রুয়ারি-২০২৫ মাসের মাসিক সভায় টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ভালো কাজের পুরস্কার স্বরূপ ক্রেস্ট প্রদান করেন।
আরিফুল ইসলাম’কে অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত করে পুরস্কার স্বরূপ ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়েছে ওই অনুষ্ঠানে।
তার এই অনন্য সাফল্যে সার্কেলের আওতাধীন মধুপুর ও ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ, আলোকদিয়া ও অরণখোলা পুলিশ ফাঁড়ির আইসিসহ সকল ফোর্স, বিভিন্ন মহল তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
শালবনবার্তা২৪.কম/এআর
সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।