মধুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

- আপডেট সময় : ০৭:৪৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। মধুপুর উপজেলা প্রশাসন নানা কর্মসূচিতে এ দিবস পালন করেছে। মধুপুরের বংশাই নদের তীরে মুক্তিযুদ্ধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন ও মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পৃথক আয়োজনে দিবসের কর্মসূচি পালিত হয়।
বুধবার সূর্যোদয়ের সাথে সাথে মধুপুর থানা চত্বরে তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয। সকাল সাড়ে ৮ টায শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের পর সকাল নয়টায় রাণী ভবানী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ,কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
এসময় মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ নিখিল চন্দ্র দাস, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহাম্মদ উপস্থিত ছিলেন।
এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, মধুপুর থানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মধুপুর প্রেসক্লাব, অফিসার্স ক্লাব, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, উপজেলা প্রকৌশলী, মধুপুর সরকারি কলেজ, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাণীভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক বিদ্যালয়, সামাজিক, পেশাজীবী সংগঠন দিবসটি উদযাপনের কর্মসূচিতে অংশগ্রহণ করে।
শালবনবার্তা২৪.কম/এসআই