মধুপুরে বিএনপির দুই গ্রুপে বৈশাখের শোভাযাত্রা

- আপডেট সময় : ০৭:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দুইটি গ্রুপ বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে পৃথক আনন্দ শোভাযাত্রা করেছে।
সোমবার দুপুরে প্রথম শোভাযাত্রা বের করে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ফকির মাহবুব আনাম স্বপন গ্রুপের নেতাকর্মীরা। উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের নেতৃত্বের গ্রুপটি মধুপুর উপজেলা বিএনপির ময়মনসিংহ সড়কের নতুন বাজার এলাকার সরকার বাড়ির সামনের কার্যালয় থেকে বের হয়ে মধুপুর বাসস্ট্যান্ড হয়ে থানা মোড় ঘুরে আবার কার্যালযে ফিরে আসে। বর্ণাঢ্য আয়োজনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়া নেতাকর্মীরা ছিলেন উচ্ছ্বসিত। শোভাযাত্রা শেষে দলীয কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উদ্দেশ্য সভাপতি জাকির হোসেন সরকার ও সহসভাপতি এম রতন হায়দার বক্তৃতা করেন।
বিকেলে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে বিএনপি’র অপর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী গ্রুপের নেতাকর্মীরা। ময়মনসিংহ রোডস্থ নেতার ব্যক্তিগত কার্যালয়ের সামন থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রথমে ময়মনসিংহ রোডে এগিয়ে মধুপুর কলেজ পর্যন্ত গিয়ে ফিরে আসে।পরে বাসস্ট্যান্ড হয়ে টাঙ্গাইল রোডের থানা মোড় পর্যন্ত যায়। সেখান থেকে ফিরে জামালপুর রোডে এগিয়ে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট পর্যন্ত গিয়ে ফিরে বাস স্ট্যান্ড হয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সা্বেক সদস্য আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদিন খান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার।
শালবনবার্তা২৪.কম/এআর