বিএনপি নেতার সহায়তায়
মধুপুরে প্রয়াত সাংবাদিকের বাড়ি সংস্কারে ঢেউটিন প্রদান

- আপডেট সময় : ০৫:০২:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে সম্প্রতি প্রয়াত সিনিয়র সাংবাদিক এম এ রউফের পরিবারের গৃহ সংস্কারের কাজে ঢেউটিন প্রদান করেছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন।
রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় কেন্দ্রীয় নেতার পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক এম এ রউফের পরিবারের সদস্যদের হাতে দুই বান্ডিল ঢেউটিন তুলে দেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার।
প্রয়াত সাংবাদিক এম এ রউফের পরিবারের পক্ষে গৃহ সংস্কারের ঢেউটিন গ্রহণ করেন প্রয়াতের ছোট ভাই আব্দুল লতিফ। এসময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এম রতন হায়দার, মধুপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস.এম শহীদ, মধুপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি মো. লিটন সরকার।
উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার বলেন, সাংবাদিক এম এ রউফ একজন জাতীয়তাবাদী আদর্শের সাংবাদিক ছিলেন। কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম বলিষ্ঠ নেতা স্বপন ফকির তথা মধুপুর বিএনপি সে জন্য প্রয়াত সাংবাদিক রউফের পরিবারের পাশে দাঁড়িয়েছেন এমন নয়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নিয়োজিত সব সাংবাদিকদের সাথে বিএনপি আছে এবং থাকবে। এই সহায়তা একটা সামান্য স্বীকৃৃতি মাত্র। বিএনপির সকল কর্মকান্ডে সাংবাদিকদের পাশে থাকার আহবানও জানান উপজেলা বিএনপির এই নেতা।
উল্লেখ্য, শালবনবার্তা২৪.কমের উপদেষ্টা, মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, সম্পাদক ও দৈনিক আমার দেশ, দিনকাল পত্রিকার প্রতিনিধি এম এ রউফ দীর্ঘদিন কিডনি সমস্যায় ভোগে গত ২২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন।
শালবনবার্তা২৪.কম/এআর