মধুপুরে ট্রাকের সাথে অটোরিক্সার ধাক্কায় চালকের মৃত্যু

- আপডেট সময় : ০৮:৪৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিক্সার(টাঙ্গাইল থ ১১-৩০৯৯) সংঘর্ষে সিএনজি চালিত অটোরিক্সার চালক হেলাল উদ্দিন (৫৫)ঘটনা স্থলেই মারা গেছেন। অটোরিক্সার যাত্রী অজ্ঞাত(৪৫)কে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সিএনজি চালক হেলাল উদ্দিন ধনবাড়ীর পৌর এলাকার চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইল- জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী তেলের পাম্পের সামনে এমন ঘটনা ঘটেছে। মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বোরহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সিএনজি চালিত অটোরিক্সা মধুপুর থেকে জামালপুর রোডের ধনবাড়ীর দিকে ফিরছিল। ঘটনা স্থলে আসার পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সাথে সংঘর্ষ বেধে ছিটকে পড়ে। এতে অটোরিক্সার চালক ঘটনা স্থলে মারা যান। অটোরিক্সার একমাত্র যাত্রী এসময় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মধুপুর থানার ওসি এমরানুল কবির জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ তদন্ত করছে। আহত অজ্ঞাত একজনকে ময়মনসিংহ পাঠানো হচ্ছে।
শালবনবার্তা২৪.কম/এআর