এবার কেন্দ্র পরিবর্তনের দাবিতে মধুপুরে শহীদ স্মৃতি কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ সড়ক অবরোধ

- আপডেট সময় : ০৩:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১৮৩ বার পড়া হয়েছে

এবার কেন্দ্র পরিবর্তনের দাবিতে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আসন্ন এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।
শনিবার (১৭ মে) বেলা ১১ টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে মধুপুর বাসস্ট্যান্ড আনারস চত্বরে এসে জমায়েত হয়। বিক্ষোভকারী এইচএসসি পরীক্ষার্থীরা বাসস্ট্যান্ডের আনারস চত্বরে অবস্থান নিয়ে তিনটি আঞ্চলিক মহাসড়ক মোহনায় অবরোধ বসায়। অবরোধ করে তাদের পরীক্ষার কেন্দ্র ঘাটাইল জিবিজি কলেজ থেকে সরিয়ে মধুপুরে আনার দাবি করে স্লোগান দিতে থাকে। প্রায় ২ ঘন্টাব্যাপি অবরোধে তিন সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটে জনদুর্ভোগ চরমে ওঠে। বিক্ষোভকারীরা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে। এ দিকে সন্ধ্যায় ইউএনও কার্যালয়ে এ নিয়ে এক বৈঠকের মাধ্যমে ইউএনও সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে বিষয়টি অবহিত করেছেন।
জানা যায়, গত ৬ বছর ধরে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের কেন্দ্র পাশের উপজেলা ঘাটাইল জিবিজি কলেজ কেন্দ্র। আর মধুপুর সরকারি কলেজের ভেন্যু কেন্দ্র ছিল পাশের রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। দুই কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা নিয়ে সৃষ্ট দ্বন্ডের কারণে এ অবস্থা চলে আসছে ২০১৯ সাল থেকে। কিন্তু এবার ভেন্যু কেন্দ্র স্থাপনের নীতিমালায় মধুপুর সরকারি কলেজের ভেন্যু কেন্দ্র পরিবর্তন করে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্থানান্তরিত করার ঘোষণা আসে। এরপরই মধুপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা শহীদ স্মৃতি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে তারা গত ২০ মার্চ থেকে বিক্ষোভ শুরু করে। ওইদিন প্রথম তারা সড়ক অবরোধ করে। শালবনবার্তা২৪.কম এ নিয়ে প্রতিবেদন ছাপে দুই বারই। স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা ওইদিন অবরোধ তুলে নেয়। কোন দৃশ্যমান ফল না পেয়ে তারা রোজা ও ঈদ পরবর্তী ৮ এপ্রিল দ্বিতীয়বারের মতো আবার বিক্ষোভ ও অবরোধ কর্মসূচির ডাক দেয়। স্থানীয় প্রশাসন,মধুপুর সেনা ক্যাম্পের সেনা কর্মকর্তা এবং সরকারি কলেজ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। ওইদিনই বিকেলে মধুপুর কলেজের শিক্ষক মিলনায়তনে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিখিল চন্দ্র দাস সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জোবায়ের হোসেন, সেনা ক্যাম্পের ক্যাপটেন শাহরিয়ারমহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী। বৈঠক থেকে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের কাছে নতুন ভেন্যু কলেজ শর্ত হওয়ায় ধনবাড়ীর ভাইঘাট আইডিয়াল কলেজ কে বিকল্প কেন্দ্র হিসেবে প্র্রস্তাব করা হয়। সম্প্রতি সে প্রস্তাব গৃহীত হওয়ায় মধুপুর কলেজ পরীক্ষার্থীদের কেন্দ্র হিসেবে ঘোষণা এসেছে ভাইঘাট আইডিয়াল কলেজ। ঘোষণার পর মধুপুর শহীদ স্মৃতির পরীক্ষার্থীরা তাদের কেন্দ্র মধুপুরে ফিরিয়ে আনতে বিক্ষোভ শুরু করেছে।
মধুপুরের ইউএনও জোবায়ের হোসেন জানান, লিখিতভাবে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এখন সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। তিনি আরও জানান, আসন্ন এইচএসসি পরীক্ষার খাতাপত্র আগামী ২১ তারিখ থেকে আসা শুরু করবে। এখন আন্দোলনটা সময়পোযোগী কিনা সেটাই ভাববার বিষয়।
মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর জানান, তার কলেজের শিক্ষার্থীরা গত ২০১৯ সাল থেকে ঘাটাইল উপজেলার জিবিজি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে আসছে। এবার তারা মধুপুর উপজেলার চাপড়ী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দেয়ার দাবিতে আন্দোলন শুরু করেছে।
শালবনবার্তা২৪.কম/এআর