মধুপুর থেকে ঢাকার পথে
‘আলোকিত মধুপুর’ বাস সার্ভিসের উদ্বোধন

- আপডেট সময় : ০৬:৪৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

আনন্দদায়ক ও নিরাপদ ভ্রমণের প্রতিশ্রæতিতে মধুপুর থেকে ঢাকার পথে আলোকিত মধুপুর নামের নতুন বাস বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৩ মে) বেলা ১১ টায় ঢাকা-মধুপুর ভায়া টাঙ্গাইল রুটে “আলোকিত মধুপুর” নামের দুটি বাস সার্ভিস উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেন।
উদ্বোধন র্প্বূ সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধান অতিথি জুবায়ের হোসেন জানান, পরিবহণ পাবলিক সেবার একটি গুরুত্বপূর্ণ দিক। এ সেবায় শুধু ব্যবসার চিন্তা করা যাবে না। দেশ ও জনগণের সেবার মানসিকতা থাকা জরুরী। মধুপুরসহ এ অঞ্চলের জনগণের রাজধানী ঢাকা গমনাগমনে সর্বোচ্চ সেবা দিয়ে অনন্য সুনাম সৃষ্টি করবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় পৌর সভার সাবেক কাউন্সিলর, আলোকিত মধুপুর বাসের মালিক ও শ্রমিক নেতা আমজাদ হোসেন ভুঁইয়া বক্তৃতা বরেন। উপস্থিত ছিলেন মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এস এম শহীদ, বাস ও মিনিবাস মালিক সমিতি মধুপুর প্রান্ত শাখার সাধারণ সম্পাদক মাসুম হাসনাইন বাবু রাজ, মধুপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান তালুকদার নান্নু, ফজলুল হক সরকার মনি, সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম ভূইয়া, সাবেক কাউন্সিলর ও শ্রমিক নেতা হুমায়ূন কবির, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রæপ আলোকিত মধুপুর এর সভাপতি এনামুল হাসান জুয়েল, প্রমুখ।
আলোকিত মধুপুর বাস প্রতিদিন মধুপুর থেকে ঢাকা চলাচল করবে। মধুপুর বাসস্ট্যান্ড, ঘাটাইল তাদের কাউন্টার রয়েছে। যাত্রী সিটিং সার্ভিস সেবা পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক ঘন্টার ব্যবধানে আপতত দুটি বাস চলাচল করবে। মধুপুর থেকে ঢাকার পথে ভোর ৪:৩০ মিনিট ও ৫.৩০ এবং ঢাকা থেকে মধুপুরের পখে গাড়ি ছাড়বে বিকাল ৩:০০ ও বিকাল-৩:৩০ ।