ভুমিসেবায় চ্যালেঞ্জ সমূহ ও উত্তরণের পথনকশা

- আপডেট সময় : ০৪:২৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে ভূমিসেবায় চ্যালেঞ্জ সমূহ ও উত্তরণের পথনকশা শীর্ষক সেমিনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরিফা হক ও
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন।
ভুমিসেবা অনুষ্ঠানে মৃল প্রবন্ধ হিসেবে ঘন্টাব্যাপী ভুমি বিষয়ক প্রতারনা ও জালিয়াতি সংক্রান্ত নিয়ে আলোচনা করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সেবা তৃণমূল মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। ভূমির সেবায় যাতে কোন ধরনের জনগণের ব্যাঘাত না ঘটে। সেই জন্য সরকারি নথি সমৃহ সময়ক্ষেপণ যাতে না হয়।
একই সাথে বক্তারা বলেন, ভুমি ব্যাবস্থাপনা কাযক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ভুমি অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন ইলিকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্ধ।