সখীপুরে বসত ভিটা ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ১১:৫৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে

পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদকের বসত ভিটা ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সখীপুর প্রেসক্লাবে সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
তিনি লিখিত বক্তব্যে জানান, পৌরসভার সখিপুর সরকারি কলেজ মোড়ে অবস্থিত আমার বসতভিটা। গত ১৩ই জুন হঠাৎ করে একদল সন্ত্রাসী আমার বসতভিটায় প্রবেশ করে। এরপর রাতেই আমার পরিবার পরিজনদেরকে মারধর করে বাড়িঘর ভাঙচুর করে। ভাঙচুর করার পর ট্রাকে তুলে নিয়ে যান টিনের চাল, আলমারি গহনা ও নগদ এক লক্ষ টাকা।
তিনি আরো জানান এ ঘটনা জানার পরপরই উপজেলা নির্বাহী অফিসার সহ আইনশৃঙ্খলার রক্ষাকারী সদস্যরা পরিদর্শন করে যান। এরপর
বিষয়টি নিয়ে সখীপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তিনি আরো জানান দ্রুত আসামিদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের আওতায় এনে শাস্তির নিশ্চিত করুন।
এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগীর স্ত্রী লোপা আক্তার, বোন উজালা,আম্বিয়া ও সন্তানসহ এলাকাবাসী।