সড়ক দুর্ঘটনায় আহত মফিজুল মারা গেছেন

- আপডেট সময় : ০৩:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ২২৩ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনায় আহত মফিজুল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাতে মারা গিয়েছেন। গত ৩ জুলাই টাঙ্গাইল -ময়মনসিংহ সড়কের মধুপুর পৌর এলাকার মালাউড়ী তে সড়ক দুর্ঘটনায় আহত হন।
ব্যাটারি চালিত অটোরিকশা গ্যারেজে মেরামতের সময় সড়ক থেকে বেশ দূরে অবস্থান করলেও একটি প্রাইভেটকার এসে তাকে চাপা দিলে তিনি আহত হন। তিন দিনের মাথায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় পাশে অবস্থান করা মোনছের আলী নামের আরও একজন আহত হন।
ওই দিন দুপুরের দিকে টাঙ্গাইল থেকে মধুপুরগামী প্রাইভেট কার(ঢাকা মেট্রো গ ১৯- ০৫২৮)মালাউড়ী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে গ্যারেজে রাখা দুই অটোরিক্সার সাথে ধাক্কা খায়।অটোরিকশা দুইটি দুমড়ে মুচড়ে যায় এবং মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের কাইলাকুড়ি পূর্বপাড়ার আবু বকর সিদ্দিকের ছেলে মফিজুল ইসলাম(৪০), ঘাটাইল উপজেলার সংগ্রামপুরের বগা গ্রামের ইয়াসিন আলীর ছেলে মোনছের আলী(৪৫) মারাত্নক আহত হন। তাদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য মফিজুল ইসলাম কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ে। সেখানে তার অবস্থা খারাপ হওয়ায় আইসিইউতে রাখা হয়। রোববার ভোর রাতে তার মৃত্যু হয়েছে। নিহত মফিজুল দরিদ্র এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনকরী। তার মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।
শালবনবার্তা২৪.কম/এআর