সংবাদ শিরোনাম :
ধনবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
- আপডেট সময় : ০২:১৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১৬৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ীতে পানিতে ডুবে শাওন নামের আড়াই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে বাড়ির পাশের এক ডুবায় ভামসান অবস্থা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শাওন ধনবাড়ী উপজেলার ভাইঘাট চেরাভাঙ্গা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
প্রতিবেশী স্বজন মফিজ উদ্দিন জানান, সবার অগোচরে শাওন খেলতে গিয়ে বাড়ির পাশের ডুবায় পড়ে যায়। দুপুরে বৃষ্টি হওয়ার সময় তার খোঁজ করতে গিয়ে না পেয়ে সারা এলাকায় সন্ধান করা হয়। কিন্তু খোঁজ পাওয়া যায়নি। প্রায় এক ঘন্টা পর পাশের ডুবার তীরে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দিকে ধনবাড়ী থানার ওসি এস.এম শহীদুল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি অবগত নন বলে জানিয়েছেন।
শালবনবার্তাটোয়েন্টিফোর.কম/এআর