ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে স্বপন ফকির

”৩১দফার মাধ্যমে সব মানুষের অধিকার সুনিশ্চিত হবে’

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৪:১৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে

বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান ঘোষিত ৩১দফার মাধ্যমে কৃষক, শ্রমিক মেহনতি সব মানুষের অধিকার সুনিশ্চিত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মাহবুব আনাম স্বপন। টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করার সময় এমন আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
সোমবার(৭ জুলাই) দুপুরে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের মহিষমারা গ্রামে তার নিজস্ব খামারবাড়িতে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বেকারত্ব দূরীকরণে উপযুক্ত শিল্প কল করখানা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন ফকির মাহবুব আনাম। মধুপুর ও ধনবাড়ী নিয়ে আশাবাদী স্বপন ফকির উল্লেখ করেন, মধুপুরসহ এ অঞ্চলে নতুন শিল্প কল কারখানা গড়ে উঠার সম্ভাবনা অনেক। আর মধুপুরকে শিল্পাঞ্চল করার জন্য প্রয়োজন গ্যাস। তাই বিএনপি ক্ষমতায় এলে মধুপুরে সর্বপ্রথম গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মধুপুরে গ্যাস লাইনের সংযোগ দেওয়ার ব্যাপারে ওয়াকিবহাল।
বেকারত্ব দূরীকরণে কারিগরী শিক্ষার প্রতি জোর দিয়ে তিনি জানান, অতীতে তিনি মধুপুর ধনবাড়ীতে বেশ কিছু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন, গড়ে তোলায় সহযোগিতা করছেন। ভবিষ্যতেও এ ব্যাপারে নজরদারি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন৷ তিনি। তিনি জানান, কারিগরি শিক্ষা প্রতিটি মানুষকে দক্ষ করে গড়ে তোলে। বিশ্বের সব দেশে দক্ষ শ্রমিকের মূল্যায়ণ আছে জানিয়ে তিনি বলেন, জাপানসহ বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেয়। তার জন্য আমাদের জনবলকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। তবেই বিদেশে দক্ষ চালক,নার্স,ওয়েল্ডারসহ বিভিন্ন পেশার শ্রমিক পাঠাতে দেশ সক্ষম হবে। এতে করে দেশের অর্থনীতি সচল হবে।
মতবিনিময়ে সাংবাদিকদের সাথে অনেক খোলামেলা কথা বলেন তিনি। আসন্ন নির্বাচন নিয়ে কথা বলেছেন।
আলোচিত পি আর পদ্ধতি নিয়ে স্বপন ফকির বলেন,আমাদের মতো দেশের জন্য এটি কোন পদ্ধতিই নয়। এ পদ্ধতি সম্পর্কে জনগণের কোনো ধারণা নেই। পছন্দের মানুষকে ভোট দিলে পাশ করবে অন্য জনে। এটা মানার মতো নয়।

বিএনপিকে নিয়ে আশাবাদী কেন্ত্রীয় নেতা ফকির মাহবুব আনাম স্বপন বলেন, বিএনপি গণতন্ত্র চর্চায় বিশ্বাসী। বিএনপি, জামায়াতসহ অধিকাংশ দলই চাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হউক। তিনি আশা করেন, আগামীতে সুষ্ঠু সুন্দর সকলের অংশগ্রহণের নির্বাচন হলে বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে। আর সরকারে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১দফা বাস্তবায়নের মাধ্যমে কৃষক, শ্রমিক মেহনতি মানুষের অধিকার সুনিশ্চিত করা হবে। পেশাজীবীদের অধিকার নিশ্চিত করা হবে।

মতবিনিময় সভায় মধুপুর উপজেলা বিএপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, প্রবীণ সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদিন, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান, দৈনিক সমকাল প্রতিনিধি আনছার আলী, এশিয়ান টিভি ও সংবাদের প্রতিনিধি হাবিুবর রহমান, শালবনবার্তা২৪.কমের সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি এস এম শহীদ, কালবেলার লিটন সরকার,ভোরের ডাক প্রতিনিধি নাজমুছ সাদাৎ নোমান, কালের কন্ঠ প্রতিনিধি আমিনুুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

2 thoughts on “”৩১দফার মাধ্যমে সব মানুষের অধিকার সুনিশ্চিত হবে’

  1. শালবন বার্তা কে অনেক ধন্যবাদ,স্বপন ফকির মধুপুরের ভবিষ্যৎ নিয়ে যে চিন্তা তা সুন্দর ভাবে তুলে ধরার জন্য।

  2. ধন্যবাদ শালবন বার্তা কে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে স্বপন ফকির

”৩১দফার মাধ্যমে সব মানুষের অধিকার সুনিশ্চিত হবে’

আপডেট সময় : ০৪:১৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান ঘোষিত ৩১দফার মাধ্যমে কৃষক, শ্রমিক মেহনতি সব মানুষের অধিকার সুনিশ্চিত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মাহবুব আনাম স্বপন। টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করার সময় এমন আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
সোমবার(৭ জুলাই) দুপুরে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের মহিষমারা গ্রামে তার নিজস্ব খামারবাড়িতে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বেকারত্ব দূরীকরণে উপযুক্ত শিল্প কল করখানা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন ফকির মাহবুব আনাম। মধুপুর ও ধনবাড়ী নিয়ে আশাবাদী স্বপন ফকির উল্লেখ করেন, মধুপুরসহ এ অঞ্চলে নতুন শিল্প কল কারখানা গড়ে উঠার সম্ভাবনা অনেক। আর মধুপুরকে শিল্পাঞ্চল করার জন্য প্রয়োজন গ্যাস। তাই বিএনপি ক্ষমতায় এলে মধুপুরে সর্বপ্রথম গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মধুপুরে গ্যাস লাইনের সংযোগ দেওয়ার ব্যাপারে ওয়াকিবহাল।
বেকারত্ব দূরীকরণে কারিগরী শিক্ষার প্রতি জোর দিয়ে তিনি জানান, অতীতে তিনি মধুপুর ধনবাড়ীতে বেশ কিছু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন, গড়ে তোলায় সহযোগিতা করছেন। ভবিষ্যতেও এ ব্যাপারে নজরদারি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন৷ তিনি। তিনি জানান, কারিগরি শিক্ষা প্রতিটি মানুষকে দক্ষ করে গড়ে তোলে। বিশ্বের সব দেশে দক্ষ শ্রমিকের মূল্যায়ণ আছে জানিয়ে তিনি বলেন, জাপানসহ বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেয়। তার জন্য আমাদের জনবলকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। তবেই বিদেশে দক্ষ চালক,নার্স,ওয়েল্ডারসহ বিভিন্ন পেশার শ্রমিক পাঠাতে দেশ সক্ষম হবে। এতে করে দেশের অর্থনীতি সচল হবে।
মতবিনিময়ে সাংবাদিকদের সাথে অনেক খোলামেলা কথা বলেন তিনি। আসন্ন নির্বাচন নিয়ে কথা বলেছেন।
আলোচিত পি আর পদ্ধতি নিয়ে স্বপন ফকির বলেন,আমাদের মতো দেশের জন্য এটি কোন পদ্ধতিই নয়। এ পদ্ধতি সম্পর্কে জনগণের কোনো ধারণা নেই। পছন্দের মানুষকে ভোট দিলে পাশ করবে অন্য জনে। এটা মানার মতো নয়।

বিএনপিকে নিয়ে আশাবাদী কেন্ত্রীয় নেতা ফকির মাহবুব আনাম স্বপন বলেন, বিএনপি গণতন্ত্র চর্চায় বিশ্বাসী। বিএনপি, জামায়াতসহ অধিকাংশ দলই চাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হউক। তিনি আশা করেন, আগামীতে সুষ্ঠু সুন্দর সকলের অংশগ্রহণের নির্বাচন হলে বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে। আর সরকারে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১দফা বাস্তবায়নের মাধ্যমে কৃষক, শ্রমিক মেহনতি মানুষের অধিকার সুনিশ্চিত করা হবে। পেশাজীবীদের অধিকার নিশ্চিত করা হবে।

মতবিনিময় সভায় মধুপুর উপজেলা বিএপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, প্রবীণ সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদিন, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান, দৈনিক সমকাল প্রতিনিধি আনছার আলী, এশিয়ান টিভি ও সংবাদের প্রতিনিধি হাবিুবর রহমান, শালবনবার্তা২৪.কমের সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি এস এম শহীদ, কালবেলার লিটন সরকার,ভোরের ডাক প্রতিনিধি নাজমুছ সাদাৎ নোমান, কালের কন্ঠ প্রতিনিধি আমিনুুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন