মধুপুরের বনের সড়কে গাড়ি চাপায় নিহত নারীর ছিন্নভিন্ন লাশ উদ্ধার

- আপডেট সময় : ০৩:১৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলেন মধুপুর বনের সড়কে অজ্ঞাতনামা গাড়ির চাপায় নিহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় উদ্ধার হয়েছে অজ্ঞাত নারীর(৬০) ছিন্নভিন্ন মৃত দেহ।
বুধবার রাত সাড়ে ৯ টার দিকে মধুপুর থানা পুলিশ ওই নারীর লাশ উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট করেছে।
টাঙ্গাইল -ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের জাতীয় উদ্যানের সামনের টেলকী বাজারের কাছে বিমান বাহিনীর ফায়ারিং এলাকায় পড়ে ছিল লাশটি। অজ্ঞাতনামা ওই নারীর বয়স অনুমান ৬০ বছর।
ধারণা করা হচ্ছে, একজন পথচারী ছিলেন তিনি। কোন যানবাহন তাকে চাপা দিয়ে যেতে পারে। ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।
অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপ-পরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন বলেন,
টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বনের মাঝে সড়ক দুর্ঘটনায় ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকা ওই নারীর লাশটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রস্তুত করা হয়েছে, আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আজকের প্রথা/এআর