টাঙ্গাইলে ৭দফা দাবি আদায়ে জামায়াতের বিশেষ রোকন সম্মেলন

- আপডেট সময় : ০৩:৪৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ১৮৪ বার পড়া হয়েছে

৭ দফা দাবি আদায়ের জন্য টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর বিশেষ রোকন সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০জুলাই) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবে এই বিশেষ রোকন সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায়, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের ইসলামীর ৭ দফা দাবি নিয়ে আগামী শনিবার (১৯ জুলাই) জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এই বিশেষ রোকন সম্মেলন হয়।
এসম্মেলনে বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ৭দফা দাবি নিয়ে ১৯ শে জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলাম সমাবেশ করবেন। তারা আরো বলেন, বাংলাদেশ জামাযাতে ইসলামী আগামীতে ইসলামের পক্ষের সকল শক্তিকে সাথে নিয়ে দেশ পরিচালনা করব ইনশাল্লাহ। এজন্য জামায়াতের রোকন ও কর্মীদের ব্যাপক ভূমিকা পালন করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদ ও জামায়াতের সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির ও দারুসুল কুরআন পেশ করেন কর্ম পরিষদের সদস্য ড. আতাউর রহমান সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।