ঢাকার মিডফোর্ডে সোহাগ হত্যাকান্ডে মধুপুরে ছাত্র জনতার বিক্ষোভ
- আপডেট সময় : ০৮:৫৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ৩৪০ বার পড়া হয়েছে

রাজধানীর মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকান্ডের নৃশংসতার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে ছাত্রজনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার বিকেলে মধুপুরের শান্তিকামী ছাত্র জনতার ব্যানারে মধুপুর পৌর শহরে এ বিক্ষোভ মিছিল ও সমাবশে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে বিক্ষোভকারীরা সমাবেশ করে। অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সোহাগ হত্যাকারীদে দ্রুত দৃষ্টান্তমূলক বিচার দাবিসহ সারাদেশে সংঘটিত হত্যাকান্ড, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ জানানো হয়। বক্তাগণ বলেন, তোফাজ্জল সাম্য থেকে শুরু করে সোহাগ পর্যন্ত গত কয়েক মাসে যত হত্যাকান্ড সংঘটিত হয়েছে সকল হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সন্ত্রাসী কর্মকান্ড বন্ধে সরকারি পদক্ষেপের দাবি করছি। পরিবহণ সেক্টরসহ প্রতিটি ক্ষেত্রে উদ্বেগজনক হারে বেড়ে যাওয়া চাঁদাবাজির কথা উল্লেখ করে তারা এ আগ্রাসী থেকে জনগণকে রক্ষার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান এবং জন প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধা থাকার অনুরোধ করেন।
ছাত্র শিবির নেতা মেহেদী হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন জাতীয় নাগরিক কমিটি-এনসিপি’র মধুপুর উপজেলার প্রধান সমন্বয়ক সবুজ মিয়া, গণঅধিকার পরিষদের নেতা আরিয়ান খান অনিক, জামায়াতের মোকাদ্দেস আলী, ছাত্র শিবির নেতা আল আমিন, ছাত্র জনতার প্রতিনিধি মাইনুল হাসান।


















