ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুরের হেনা,আশার কারখানায় অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০১:১৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের বিখ্যাত হেনা, আশাসহ তিনটি বেকারিতে প্রশাসনের অভিযান পরিচালিত হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) বিকেলে হেনা কনফেকশনারি, আশা ফুডস এবং আরিফ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন বিএসটিআই গাজীপুরের ফিল্ড অফিসার (সিএম) অর্ণব চক্রবর্তী।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়,আশা ফুডস ২০১৪ সালের পর থেকে বিএসটিআই’র লাইসেন্স নবায়ন না করে পণ্যের মোড়কে বিএসটিআই লোগো ব্যবহার করে আসছে । হেনা কনফেকশনারির ফ্যাক্টরির ভেতরে বিস্কুট-ব্রেড প্রস্তুত স্থানের পাশেই খোলা টয়লেটের অবস্থান। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ফুড আইটেম প্রস্তুত চলছে। আরিফ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। পাউরুটির ওপর অসংখ্য মাছি বসে ছিল। উল্লিখিত কারণে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে তিন প্রতিষ্ঠানের যথাক্রমে ২৫ হাজার ও দুটিকে১০ হাজার করে মোট ৪৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি কারখানার মালিকদের সতর্ক করা হয়েছে । অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিল মধুপুর সেনা ক্যাম্পের একটি দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

error: Content is protected !!

মধুপুরের হেনা,আশার কারখানায় অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আপডেট সময় : ০১:১৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের বিখ্যাত হেনা, আশাসহ তিনটি বেকারিতে প্রশাসনের অভিযান পরিচালিত হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) বিকেলে হেনা কনফেকশনারি, আশা ফুডস এবং আরিফ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন বিএসটিআই গাজীপুরের ফিল্ড অফিসার (সিএম) অর্ণব চক্রবর্তী।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়,আশা ফুডস ২০১৪ সালের পর থেকে বিএসটিআই’র লাইসেন্স নবায়ন না করে পণ্যের মোড়কে বিএসটিআই লোগো ব্যবহার করে আসছে । হেনা কনফেকশনারির ফ্যাক্টরির ভেতরে বিস্কুট-ব্রেড প্রস্তুত স্থানের পাশেই খোলা টয়লেটের অবস্থান। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ফুড আইটেম প্রস্তুত চলছে। আরিফ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। পাউরুটির ওপর অসংখ্য মাছি বসে ছিল। উল্লিখিত কারণে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে তিন প্রতিষ্ঠানের যথাক্রমে ২৫ হাজার ও দুটিকে১০ হাজার করে মোট ৪৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি কারখানার মালিকদের সতর্ক করা হয়েছে । অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিল মধুপুর সেনা ক্যাম্পের একটি দল।