ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুরে ভোক্তা অধিকার ও ভ্রাম্যমান আদালতে ২ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৮:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে কৃষি ক্ষেত্রে বীজ নিয়ে প্রতারণার অভিযোগে আয়েশা সিড কোম্পানি নামের এক প্রতিষ্ঠানকে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকারের একটি টিম।

একই সাথে বাসস্ট্যান্ড এলাকায় বিসমিল্লাহ নামের খাবার হোটেল অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার সংরক্ষণ,পরিবেশন ও বাসা বাড়ি ভাইবোন মার্কেটের তায়েব্যা কসমেটিকস স্টোরে অভিযান পরিচালনা করে নকল প্রসাধনী সংরক্ষণ ও বিক্রির অপরাধে যথাক্রমে ২৫ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার(২১ জুলাই) দুপুরে মধুপুর পৌর শহরের ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সাথী মোড়ের আয়েশা সিড কোম্পানির মালিক মো. রমজান আলীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানার আদায় করা হয়।

এর আগে এ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনার মাধ্যমে জরিমানা করে সতর্ক করা হয়। সতর্ক না হয়ে আগের মতোই বীজ নিয়ে প্রতারণা করছিল প্রতিষ্ঠানটি।

জানা যায়, আয়েশা সীড কোম্পানির মালিক মো. রমজান আলী দীর্ঘদিন যাবৎ মধুপুর উপজেলার কৃষকদের সাথে নন ব্যান্ডের বীজ ব্যান্ডের বীজের দামে বিক্রি করে আসছে। যে বীজে কখনো আশানুরূপ ফলন বা অঙ্কুরোদগম হয় না।

লিখিত এমন অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ওই ব্যবসায়ীকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. জুবায়ের হোসেন। এরপর হোটেল ও কসমেটিকসে অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ণ কর্মকর্তা মো. আরিফুর রহমান, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল ,স্যানেটারি ইন্সপেক্টর শাহিদা আক্তার ও ক্যাব মধুপুর শাখার সভাপতি এস.এম শহীদ, সাধারণ সম্পাদক লিটন সরকার ও মধুপুর থানা পুলিশের একটি টিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

error: Content is protected !!

মধুপুরে ভোক্তা অধিকার ও ভ্রাম্যমান আদালতে ২ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

টাঙ্গাইলের মধুপুরে কৃষি ক্ষেত্রে বীজ নিয়ে প্রতারণার অভিযোগে আয়েশা সিড কোম্পানি নামের এক প্রতিষ্ঠানকে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকারের একটি টিম।

একই সাথে বাসস্ট্যান্ড এলাকায় বিসমিল্লাহ নামের খাবার হোটেল অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার সংরক্ষণ,পরিবেশন ও বাসা বাড়ি ভাইবোন মার্কেটের তায়েব্যা কসমেটিকস স্টোরে অভিযান পরিচালনা করে নকল প্রসাধনী সংরক্ষণ ও বিক্রির অপরাধে যথাক্রমে ২৫ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার(২১ জুলাই) দুপুরে মধুপুর পৌর শহরের ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সাথী মোড়ের আয়েশা সিড কোম্পানির মালিক মো. রমজান আলীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানার আদায় করা হয়।

এর আগে এ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনার মাধ্যমে জরিমানা করে সতর্ক করা হয়। সতর্ক না হয়ে আগের মতোই বীজ নিয়ে প্রতারণা করছিল প্রতিষ্ঠানটি।

জানা যায়, আয়েশা সীড কোম্পানির মালিক মো. রমজান আলী দীর্ঘদিন যাবৎ মধুপুর উপজেলার কৃষকদের সাথে নন ব্যান্ডের বীজ ব্যান্ডের বীজের দামে বিক্রি করে আসছে। যে বীজে কখনো আশানুরূপ ফলন বা অঙ্কুরোদগম হয় না।

লিখিত এমন অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ওই ব্যবসায়ীকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. জুবায়ের হোসেন। এরপর হোটেল ও কসমেটিকসে অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ণ কর্মকর্তা মো. আরিফুর রহমান, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল ,স্যানেটারি ইন্সপেক্টর শাহিদা আক্তার ও ক্যাব মধুপুর শাখার সভাপতি এস.এম শহীদ, সাধারণ সম্পাদক লিটন সরকার ও মধুপুর থানা পুলিশের একটি টিম।