থানায় মামলা
মধুপুরে প্রায় সাড়ে ৮ লাখ টাকার চোরাই রাবার জব্দ

- আপডেট সময় : ০২:১৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চলের রাবার বাগান অধ্যুষিত থানার বাইদ এলাকার গারো বাড়ির ঘর থেকে ৫ হাজার ২ শ কেজি অপরিশোধিত চোরাই রাবার জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উদ্ধারকৃত ১৩০ বস্তা ওই রাবারের মূল্য ৮ লাখ ৩২ হাজার টাকা।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে এ নিয়ে রাবার বাগানের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক আমান উল্লাহ থানায় মামলা করেছেন। ৩৭৯ ও ৪১১ ধারার ওই মামলার নম্বর ১৪।
মামলা সূত্রে জানা গেছে, স্থানীয় চক্রের হুমায়ন নামের একজন এই উদ্ধার হওয়া রাবার চুরির সাথে জড়িত।
জানা গেছে, রবিবার (২১ জুলাই) উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের থানারবাইদ এলাকার পিরিং নকরেকের বাড়িতে রাত সাড়ে আট টার দিকে মধুপুর থানা পুলিশ ও চাঁদপুর রাবার বাগানের যৌথ অভিযান পরিচালিত হয়। পরিত্যাক্ত তিনটি ঘর থেকে ১৩০ বস্তা অপরিশোধিত রাবার উদ্ধার হয়।
পুলিশ জানায়, রাবার চোরাকারবারির সঙ্গে স্থানীয় একটি চক্র জড়িত। স্থানীয় ওই চক্র দীর্ঘদিন ধরে বাগান থেকে রাবার সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাচার করে।
এই চুরি রোধে পুলিশের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।