ধনবাড়ীতে সাংবাদিকের স্ত্রীর মৃত্যু, গণমাধ্যমকর্মীদের শোক

- আপডেট সময় : ০২:৫৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিক ও দৈনিক কালবেলার ধনবাড়ী প্রতিনিধি আব্দুল্লাহ আবু এহসান খোকনের স্ত্রী শামীম আরা শনিবার সকাল ১০টায় পৌর শহরের রূপশান্তির বাসায় মৃত্যু বরণ করেছেন।(ইন্না-লিল্লাহি—- রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন তিনি। মৃত্যুকালে স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
বিকেল সাড়ে ৫ টায় ধনবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এদিকে সাংবাদিকের সহধর্মিণীর মৃত্যুতে মধুপুর ও ধনবাড়ীতে কর্মরত গণমাধ্যম কর্মীগণ শোক জানিয়েছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রয়াতের আত্নার শান্তি কামনা করেছেন তারা।
এ সময় সমকাল প্রতিনিধি আনছার আলী, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি শাহাদৎ হোসেন জগলু, বেসরকারি টিভি চ্যানেল এস প্রতিনিধি মোহাম্মদ ইমাম হাসান সোহান, মুভি বাংলা’র প্রতিনিধি পলাশ ইসলাম,গণমাধ্যম কর্মী রাকিব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।