রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত
মধুপুরের বীর মুক্তিযোদ্ধা প্রমোদ চাম্বুগং আর নেই

- আপডেট সময় : ১২:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৭৫৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা প্রমোদ চাম্বুগং পরলোক গমন করেছেন।
সোমবার বিকেল সাড়ে তিনটায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয়েছে। হার্ট স্ট্রোক করে গত ৬ মাস অসুস্থ্য থেকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার মধ্যরাতে বনাঞ্চলের শোলাকুড়ি ইউনিয়নের কাকড়াগুনি গ্রামের নিজ বাড়িতে তিনি ইহলোক ত্যাগ করেন। রাষ্ট্রীয় মর্যাদা,ফুলেল শ্রদ্ধা প্রদান শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার লাশ সৎকার হয়েছে। প্রয়াতবীর মুক্তিযোদ্ধা প্রমোদ চাম্বুগং ওই গ্রামের মনিন্দ্র দফোর ছেলে। তাঁর পরিচিতি নম্বর ০১৯৩০০০১৬৭৩।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অনার প্রদর্শন করে জেলার সংশ্লিষ্ট একদল চৌকস পুলিশ সদস্য। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মির্জা মো.জুবায়ের হোসেন গার্ড অব অনারের নেতৃত্ব দেন। তার সাথে এ সময় মধুপুর থানার অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মো. রুবেল , বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে আব্দুস সামাদ তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রয়াতের স্বজনরা উপস্থিত ছিলেন।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রমোদ চাম্বু গং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করে সরাসরি যুদ্ধ করেছেন। মহান মুক্তিযুদ্ধের এই বীর সেনানীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে মধুপুর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। মৃত্যু কালে তিনি স্ত্রী ,৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।