ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শাকিব-বুবলীর ছবি নিয়ে শাহরিয়ার নাজিম জয়ের স্ট্যাটাস ভাইরাল

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১১:৫৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ও জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর একগুচ্ছ রোমান্টিক ছবি। যুক্তরাষ্ট্রে তোলা এসব ছবিতে শাকিবের সঙ্গে দেখা গেছে তাদের ছেলে শেহজাদ খান বীরকেও।

ছবিগুলো ঘিরে নেটিজেনদের মধ্যে যখন গুঞ্জন চলছে, তখনই আলোচনায় যুক্ত হয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। রবিবার (৩ জুলাই) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য জানান।

ছবিতে জয়কে বিমানে বসা অবস্থায় দেখা যায়। ক্যাপশনে তিনি লিখেছেন,
“শাকিব খানের দুই স্ত্রী ও দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু এমন এক পরিস্থিতিতে পড়েছেন, দায়িত্ব পালন করেও কাউকেই খুশি করতে পারছেন না। কারণ, অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না, সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব।”

এছাড়া নিজেকে উদাহরণ টেনে বলেন, “তিনি যত বড় স্টার, তত বড় মেধাবী নন। আর আমি যত মেধাবী, তত বড় স্টার নই।”

এর আগে যুক্তরাষ্ট্রে অপু বিশ্বাস ও তাদের ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে শাকিব খানকে। এরপর বুবলী ও শেহজাদের সঙ্গে তার নতুন ছবি প্রকাশ পেতেই আবারও নেটদুনিয়ায় শোরগোল শুরু হয়েছে।

ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন, আবার কেউ সমালোচনাও করছেন। তবে শাকিব খান এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

শাকিব-বুবলীর ছবি নিয়ে শাহরিয়ার নাজিম জয়ের স্ট্যাটাস ভাইরাল

আপডেট সময় : ১১:৫৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ও জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর একগুচ্ছ রোমান্টিক ছবি। যুক্তরাষ্ট্রে তোলা এসব ছবিতে শাকিবের সঙ্গে দেখা গেছে তাদের ছেলে শেহজাদ খান বীরকেও।

ছবিগুলো ঘিরে নেটিজেনদের মধ্যে যখন গুঞ্জন চলছে, তখনই আলোচনায় যুক্ত হয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। রবিবার (৩ জুলাই) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য জানান।

ছবিতে জয়কে বিমানে বসা অবস্থায় দেখা যায়। ক্যাপশনে তিনি লিখেছেন,
“শাকিব খানের দুই স্ত্রী ও দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু এমন এক পরিস্থিতিতে পড়েছেন, দায়িত্ব পালন করেও কাউকেই খুশি করতে পারছেন না। কারণ, অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না, সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব।”

এছাড়া নিজেকে উদাহরণ টেনে বলেন, “তিনি যত বড় স্টার, তত বড় মেধাবী নন। আর আমি যত মেধাবী, তত বড় স্টার নই।”

এর আগে যুক্তরাষ্ট্রে অপু বিশ্বাস ও তাদের ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে শাকিব খানকে। এরপর বুবলী ও শেহজাদের সঙ্গে তার নতুন ছবি প্রকাশ পেতেই আবারও নেটদুনিয়ায় শোরগোল শুরু হয়েছে।

ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন, আবার কেউ সমালোচনাও করছেন। তবে শাকিব খান এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।