ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই ও অভ্যুত্থানের বর্ষপূর্তি

মধুপুরে জামায়াতের বিজয় মিছিল ও সামবেশ

স্টাফ করেসপন্ডেন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৫:৫৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ আগস্ট ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী মধুপুর উপজেলা শাখা। মধুপুর রাণীভবানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ শেষে মধুপুর অডিটরিয়ামের সামনে সমাবেশ করে।

বৃহস্পতিবার বিকেলে দলটির মধুপুর উপজেলা শাখা এ কর্মসূচি পালন করেছে। এতে নেতৃত্ব দেন আসন্ন সংনদ নির্বাচনে জামাতের প্রার্থী মধুপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী।

থানা মোড়ের অডিটোরিয়ামের সামনের সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মধুপুর উপজেলা শাখার আমীর মো. আবদুল কাদির। প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমীর আহসান হাবীব মাসুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. বোরহানুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি ও জেলা আমীর আহসান হাবীব মাসুদ তার বক্তব্যে বিগত পতিত আওয়ামী সরকারের কৃত অপকর্মের নানাদিক তুলে ধরেন। নির্যাতন, গুম, খুনের শিকারের কথা বলেন। বিএনপির উদ্দেশ্যে বলেন, দলের চেয়ারপার্সনের দরজার সামনের বালুর ট্রাক সরাইতে পারেন নাই। স্বৈরাচার পতনের পর তারা এখন চাঁদাবাজিতে লিপ্ত বলে অভিযোগ করেন। বলেন, আপনারা জনগণের জন্য অধিকার আদায়ের আন্দোলন করেছেন। এখন এই চাঁদাবাজি কেনরে ভাই। বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁদাবাজি করেনা বলেও তার বক্তব্যে উল্লেখ করেন।

দলের মনোনীত প্রার্থী সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী বলেন, জুলাই সনদকে কাগজের পাতায় না রেখে সংবিধানের অন্তর্ভূক্ত করতে হবে। জুলাই সনদ সংবিধানের অন্তর্ভূক্তি ছাড়া আর কোন সংস্কার ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হতে দেওয়া হবেনা।

সন্ত্রাসী চাঁদাবাজদের উদ্দেশ্য করে বলেন, যারা চাঁদাবাজী মাস্তানি করছেন তারা চাঁদাবাজী ছাড়েন। জনগণের উপর জুলুম করা ছাড়েন। তিনি বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

শালবনবার্তা২৪.কম/এসআই

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

জুলাই ও অভ্যুত্থানের বর্ষপূর্তি

মধুপুরে জামায়াতের বিজয় মিছিল ও সামবেশ

আপডেট সময় : ০৫:৫৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ আগস্ট ২০২৫

টাঙ্গাইলের মধুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী মধুপুর উপজেলা শাখা। মধুপুর রাণীভবানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ শেষে মধুপুর অডিটরিয়ামের সামনে সমাবেশ করে।

বৃহস্পতিবার বিকেলে দলটির মধুপুর উপজেলা শাখা এ কর্মসূচি পালন করেছে। এতে নেতৃত্ব দেন আসন্ন সংনদ নির্বাচনে জামাতের প্রার্থী মধুপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী।

থানা মোড়ের অডিটোরিয়ামের সামনের সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মধুপুর উপজেলা শাখার আমীর মো. আবদুল কাদির। প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমীর আহসান হাবীব মাসুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. বোরহানুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি ও জেলা আমীর আহসান হাবীব মাসুদ তার বক্তব্যে বিগত পতিত আওয়ামী সরকারের কৃত অপকর্মের নানাদিক তুলে ধরেন। নির্যাতন, গুম, খুনের শিকারের কথা বলেন। বিএনপির উদ্দেশ্যে বলেন, দলের চেয়ারপার্সনের দরজার সামনের বালুর ট্রাক সরাইতে পারেন নাই। স্বৈরাচার পতনের পর তারা এখন চাঁদাবাজিতে লিপ্ত বলে অভিযোগ করেন। বলেন, আপনারা জনগণের জন্য অধিকার আদায়ের আন্দোলন করেছেন। এখন এই চাঁদাবাজি কেনরে ভাই। বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁদাবাজি করেনা বলেও তার বক্তব্যে উল্লেখ করেন।

দলের মনোনীত প্রার্থী সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী বলেন, জুলাই সনদকে কাগজের পাতায় না রেখে সংবিধানের অন্তর্ভূক্ত করতে হবে। জুলাই সনদ সংবিধানের অন্তর্ভূক্তি ছাড়া আর কোন সংস্কার ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হতে দেওয়া হবেনা।

সন্ত্রাসী চাঁদাবাজদের উদ্দেশ্য করে বলেন, যারা চাঁদাবাজী মাস্তানি করছেন তারা চাঁদাবাজী ছাড়েন। জনগণের উপর জুলুম করা ছাড়েন। তিনি বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

শালবনবার্তা২৪.কম/এসআই