ঢাকা ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রামীণ জনপদের মানুষের মাঝে ৫ হাজার ছাতা উপহার

শালবন বার্তা ২৪ / আবু জুবায়ের উজ্জল
  • আপডেট সময় : ০৪:৫১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ আগস্ট ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় গ্রামীণ জনপদের মানুষের মাঝে ৫ হাজার ছাতা উপহার দিলেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন রাসেল।

শনিবার (৯ আগস্ট) বিকালে উপজেলার কাশিল ইউনিয়নের বটতলায় ৫ হাজার মানুষের হাতে এসব ছাতা তুলে দেওয়া হয়।

বর্ষা মৌসুমে গ্রামীণ জনপদের সাধারণ মানুষের চলাফেরায় যাতে ভোগান্তি না হয়, সেই উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে আয়োজকরা জানান।

ছাতা বিতরণ কার্যক্রমে কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন লাবীব গ্রুপের পরিচালক মাহমুদুল আলম মনির, সাবেক বাসাইল উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি কাজী শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রোপম প্রমুখ।

এসময় বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও কাশিল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আয়নাল জমাদার সহ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জেলার সবচেয়ে সুবিধাবঞ্চিত উপজেলা হলো বাসাইল। গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা বিনা বিচারে জেল জুলুমের শিকার হয়েছে। কোন নেতা খবর রাখেনি। নির্বাচন আসছে আমরা অনেক নেতাকেই দেখতে পাচ্ছি।

তারা আরও বলেন সালাউদ্দিন রাসেল দীর্ঘ ২৫ বছর ধরেই বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডসহ সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এছাড়াও সমাজের বিত্তশালী ও প্রবাসীদের এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা প্রয়োজন মনে করেন বক্তারা যাতে করে প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়।

এ সময় উপকারভোগীরা দানবীর সালাউদ্দিন রাসেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বর্ষাকালে ছাতার প্রয়োজনীয়তা অনেক। এই উপহার আমাদের জন্য খুবই সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

error: Content is protected !!

গ্রামীণ জনপদের মানুষের মাঝে ৫ হাজার ছাতা উপহার

আপডেট সময় : ০৪:৫১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ আগস্ট ২০২৫

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় গ্রামীণ জনপদের মানুষের মাঝে ৫ হাজার ছাতা উপহার দিলেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন রাসেল।

শনিবার (৯ আগস্ট) বিকালে উপজেলার কাশিল ইউনিয়নের বটতলায় ৫ হাজার মানুষের হাতে এসব ছাতা তুলে দেওয়া হয়।

বর্ষা মৌসুমে গ্রামীণ জনপদের সাধারণ মানুষের চলাফেরায় যাতে ভোগান্তি না হয়, সেই উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে আয়োজকরা জানান।

ছাতা বিতরণ কার্যক্রমে কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন লাবীব গ্রুপের পরিচালক মাহমুদুল আলম মনির, সাবেক বাসাইল উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি কাজী শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রোপম প্রমুখ।

এসময় বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও কাশিল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আয়নাল জমাদার সহ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জেলার সবচেয়ে সুবিধাবঞ্চিত উপজেলা হলো বাসাইল। গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা বিনা বিচারে জেল জুলুমের শিকার হয়েছে। কোন নেতা খবর রাখেনি। নির্বাচন আসছে আমরা অনেক নেতাকেই দেখতে পাচ্ছি।

তারা আরও বলেন সালাউদ্দিন রাসেল দীর্ঘ ২৫ বছর ধরেই বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডসহ সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এছাড়াও সমাজের বিত্তশালী ও প্রবাসীদের এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা প্রয়োজন মনে করেন বক্তারা যাতে করে প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়।

এ সময় উপকারভোগীরা দানবীর সালাউদ্দিন রাসেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বর্ষাকালে ছাতার প্রয়োজনীয়তা অনেক। এই উপহার আমাদের জন্য খুবই সহায়ক হবে।