ভিপি নুরুর উপর হামলা
প্রতিবাদে মধুপুরে গণঅধিকারের মশাল মিছিল
- আপডেট সময় : ১১:০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত আটটার দিকে গণধিকার পরিষদ মধুপুর উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ রোডের বাসা বাড়ি মার্কেটের সম্মুখ থেকে মিছিলটি বের হয়ে মধুপুর বাস স্ট্যান্ড হয়ে থানা মোড় ঘুরে আবার বাসস্ট্যান্ডের আনারস চত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তৃতা করেন টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, জেলা গণঅধিকার পরিষদের সদস্য আব্দুল হামিদ, মধুপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আরিয়ান খান অনিক, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, অর্থ সম্পাদক নাজমুল হাসান
গণঅধিকার মধুপুর শাখার সমন্বয়ক বুলবুল আহমেদ। এতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তৃতা করেন জাতীয় নাগরিক পার্টি -এনসিপি মধুপুরের প্রধান সমন্বয়ক মো. সবুজ মিয়া।











