জন্মদিনে পরিবারের স্মৃতিচারণ করলেন সাবিনা ইয়াসমিন
- আপডেট সময় : ১২:৫০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন আজ পা দিলেন ৭২ বছরে। দীর্ঘ সংগীত জীবনের অসংখ্য অর্জন সঙ্গী হলেও জন্মদিনে এবার নেই কোনো বিশেষ আয়োজন। দেশ গড়ার সময়কে বড় করে দেখেই এবারের জন্মদিন পার করছেন তিনি।
জন্মদিন উপলক্ষে অনুভূতি জানাতে গিয়ে এ শিল্পী বলেন, ‘এখন আর জন্মদিন নিয়ে আলাদা কোনো আগ্রহ কাজ করে না। সময় ভিন্ন। এখন প্রয়োজন দেশকে সঠিকভাবে গড়ে তোলা। তবে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখেন। আমিও চাই সবাই তাদের পরিবার নিয়ে ভালো থাকুক।’
স্মৃতিচারণ করতে গিয়ে সাবিনা ইয়াসমিন জানান, জন্মদিনে সবচেয়ে বেশি মিস করেন বাবা-মা আর বোনদের। তিনি বলেন, ‘আগে জন্মদিনে নতুন জামাকাপড় গোপন করে রাখতাম, সেই বিশেষ দিনে পরে আনন্দ করতাম। পরিবারের সেই আনন্দটা আজও খুব মিস করি।’
সংগীত পরিবারেই বেড়ে ওঠা সাবিনা ইয়াসমিন ছোটবেলা থেকেই গান চর্চা শুরু করেন। মাত্র সাত বছর বয়সে মঞ্চে গান গাওয়ার অভিজ্ঞতা অর্জন করেন তিনি। দীর্ঘ সংগীতযাত্রায় পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।
তার জীবন ও শিল্পভ্রমণকে কেন্দ্র করে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘জুঁই ফুল: সাবিনা ইয়াসমিন’। শাইখ সিরাজ নির্মিত এ তথ্যচিত্রে উঠে এসেছে শিল্পীর অজানা বহু গল্প, শৈশবের স্মৃতি এবং সংগীত জীবনের নানা দিক। এতে অংশ নিয়েছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি শিল্পী ববিতা, সুজাতা, রোজিনা এবং নতুন প্রজন্মের কয়েকজন শিল্পী।
বাংলা গানের এই কালজয়ী শিল্পী ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তারপর থেকে হাজারো জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি স্থান করে নিয়েছেন কোটি ভক্তের হৃদয়ে।

















