ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুরে চোর সন্দেহে গণপিটুনি,অতঃপর মৃত্যু

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৭:১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে অটোরিকশা চুরির প্রস্তুতিকালে এলাকাবাসীর হাতে আটক অজ্ঞাত এক ব্যক্তি (৩৬) গণপিটুনির শিকার হয়ে মারা গেছে। জনতার ধাওয়ায় সাথে থাকা অপর দুইজন পালিয়েছে। পুলিশ লাশসহ একটি মোটরসাইকেল ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।

বৃহস্পতিবার শেষ রাতের দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া পূর্বপাড়ায় এ গণপিটুনির ঘটনা ঘটে। গণপিটুনির শিকার হয়ে মাটিতেই পড়েছিল ওই ব্যক্তি। পরে সকালের দিকে তার মৃত্যু হয়।
লাশ সুরতহাল ও উদ্ধার কাজে দায়িত্বে থাকা মধুপুর থানার এসআই আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনো মেলেনি।
স্থানীয় আল আমিন, মিজানুর রহমান সেন্টু জানান, রাত আনুমানিক ৩টার দিকে হলুদিয়া পূর্ব পাড়ার জসিমের ছেলে দুদু মিয়ার ব্যাটারি চালিত অটোরিক্সা চুরি করতে মোটরসাইকেল যুগে তিন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে। টের পেয়ে এলাকার লোকজন তাদেরকে ধাওয়া দিলে দুইজন পালিয়ে যায়। মোটরসাইকেলসহ একজন আটক হয়। উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে। সকালে তার মৃত্যু হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মধুপুর থানার ওসি এমরানুল কবির জানান, পরিচয় পাওয়ার চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

error: Content is protected !!

মধুপুরে চোর সন্দেহে গণপিটুনি,অতঃপর মৃত্যু

আপডেট সময় : ০৭:১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলের মধুপুরে অটোরিকশা চুরির প্রস্তুতিকালে এলাকাবাসীর হাতে আটক অজ্ঞাত এক ব্যক্তি (৩৬) গণপিটুনির শিকার হয়ে মারা গেছে। জনতার ধাওয়ায় সাথে থাকা অপর দুইজন পালিয়েছে। পুলিশ লাশসহ একটি মোটরসাইকেল ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।

বৃহস্পতিবার শেষ রাতের দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া পূর্বপাড়ায় এ গণপিটুনির ঘটনা ঘটে। গণপিটুনির শিকার হয়ে মাটিতেই পড়েছিল ওই ব্যক্তি। পরে সকালের দিকে তার মৃত্যু হয়।
লাশ সুরতহাল ও উদ্ধার কাজে দায়িত্বে থাকা মধুপুর থানার এসআই আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনো মেলেনি।
স্থানীয় আল আমিন, মিজানুর রহমান সেন্টু জানান, রাত আনুমানিক ৩টার দিকে হলুদিয়া পূর্ব পাড়ার জসিমের ছেলে দুদু মিয়ার ব্যাটারি চালিত অটোরিক্সা চুরি করতে মোটরসাইকেল যুগে তিন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে। টের পেয়ে এলাকার লোকজন তাদেরকে ধাওয়া দিলে দুইজন পালিয়ে যায়। মোটরসাইকেলসহ একজন আটক হয়। উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে। সকালে তার মৃত্যু হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মধুপুর থানার ওসি এমরানুল কবির জানান, পরিচয় পাওয়ার চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে ।