যমুনা সেতু পশ্চিম এলাকায় অভিযান
২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ১২:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে

যমুনা সেতুর পশ্চিম পাড়ের সিরাজগঞ্জ এলাকায় র্যাব-১২ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। একই সময়ে তাদের ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও হয়েছে।
সোমবার( ২২ সেপ্টেম্বর) সন্ধ্যা রাতে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১২, সদর কোম্পানি সূত্র জানায়, তাদের একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বরে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা গাঁজা পরিবহণ ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি কাভার্ড ভ্যান, ০২টি মোবাইল ফোন এবং নগদ ১৩০০/- টাকা জব্দ করা হয়।
আসামিদ্বয় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার দুর্গাপুর গ্রামোর মৃত জানে আলমের ছেলে আলী নেওয়াজ খোকন (৫৬), নারায়নগঞ্জের সদর উপজেলার ধর্মগঞ্জ গ্রামের মৃত নিতাই চন্দ্র মন্ডলের ছেলে রিপন চন্দ্র মন্ডল (৫০)।
সহকারী পুলিশ সুপার(অপস্ অফিসার) উসমান গণি জানান, জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় জানিয়েছে দীর্ঘদিন থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা কাভার্ড ভ্যান যোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল তারা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।











