ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পিআর পদ্ধতিতে ভোটের ক্ষমতা হ্রাস হবে: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৪:১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “হঠাৎ করে পিআর (Proportional Representation) পদ্ধতির দাবি সামনে আনা এবং তার ওপর আন্দোলন চালানো মূলত সেই ব্যক্তিদের জন্য বোঝার বিষয় নয় যারা দ্রুত নির্বাচন চান। বিষয়টি আগামী সংসদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া উচিত। সেখানে নির্ধারিত হবে পরবর্তী নির্বাচন কোন পদ্ধতিতে হবে। বর্তমানে পিআর পদ্ধতি জনগণের জন্য বিভ্রান্তিকর হতে পারে।”

তিনি আরও জানান, সংসদের উচ্চকক্ষে সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। এছাড়াও চার কোটি বেকারের সমস্যা সমাধানে বিএনপি প্রধান গুরুত্ব দিচ্ছে। দল ক্ষমতায় এলে দেড় বছরের মধ্যে এই সংকট সমাধান করা সম্ভব হবে।

বিএনপি মহাসচিব বলেন, “আগামী নির্বাচনে জনগণ পুনরায় রায় দেবেন যে বাংলাদেশ সত্যিকারের অসাম্প্রদায়িক দেশ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে বিভিন্ন প্রয়াসে এই প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর চেষ্টা দেখা যাচ্ছে।”

সংসদীয় পদ্ধতির প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, “বিএনপি উচ্চকক্ষে পিআর পদ্ধতির বিষয়টি উত্থাপন করেছে। এটি একটি নতুন অভিজ্ঞতা। কিন্তু নিম্নকক্ষে পিআর প্রয়োগ বাস্তবসম্মত নয়।”

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিস্টান ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফাদার আলবার্ট রোজারিও এবং সঞ্চালনা করেন বাংলাদেশ খ্রিস্টান ফোরামের সাধারণ সম্পাদক অনিল লিও কস্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

পিআর পদ্ধতিতে ভোটের ক্ষমতা হ্রাস হবে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৪:১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “হঠাৎ করে পিআর (Proportional Representation) পদ্ধতির দাবি সামনে আনা এবং তার ওপর আন্দোলন চালানো মূলত সেই ব্যক্তিদের জন্য বোঝার বিষয় নয় যারা দ্রুত নির্বাচন চান। বিষয়টি আগামী সংসদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া উচিত। সেখানে নির্ধারিত হবে পরবর্তী নির্বাচন কোন পদ্ধতিতে হবে। বর্তমানে পিআর পদ্ধতি জনগণের জন্য বিভ্রান্তিকর হতে পারে।”

তিনি আরও জানান, সংসদের উচ্চকক্ষে সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। এছাড়াও চার কোটি বেকারের সমস্যা সমাধানে বিএনপি প্রধান গুরুত্ব দিচ্ছে। দল ক্ষমতায় এলে দেড় বছরের মধ্যে এই সংকট সমাধান করা সম্ভব হবে।

বিএনপি মহাসচিব বলেন, “আগামী নির্বাচনে জনগণ পুনরায় রায় দেবেন যে বাংলাদেশ সত্যিকারের অসাম্প্রদায়িক দেশ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে বিভিন্ন প্রয়াসে এই প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর চেষ্টা দেখা যাচ্ছে।”

সংসদীয় পদ্ধতির প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, “বিএনপি উচ্চকক্ষে পিআর পদ্ধতির বিষয়টি উত্থাপন করেছে। এটি একটি নতুন অভিজ্ঞতা। কিন্তু নিম্নকক্ষে পিআর প্রয়োগ বাস্তবসম্মত নয়।”

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিস্টান ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফাদার আলবার্ট রোজারিও এবং সঞ্চালনা করেন বাংলাদেশ খ্রিস্টান ফোরামের সাধারণ সম্পাদক অনিল লিও কস্তা।