মধুপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৫৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

টাংগাইলের মধুপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা রাজধানীর পল্টনে আওয়ামীলীগের লগি-বৈঠার বর্বরতা ও নশংস হত্যাযজ্ঞ্যের বিচারের দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর শাখার দ্বারা আয়োজিত হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ।।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে মিছিলটি মধুপুরের রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডের আনারস চত্বর হয়ে মধুপুর অডিটোরিয়ামের সামনে শেষ হয় এবং সেখানে সমাবেশ করেন ।
এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামী টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদ, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী, টাঙ্গাইল জেলা পেশাজীবী সেক্রেটারি প্রিন্সিপাল মোঃ মোন্তাজ আলী, মধুপুর উপজেলা আমীর অধ্যাপক আব্দুল কাদের, সেক্রেটারি রিজওয়ান উল্লাহ খান রেদোয়ান, পৌর আমীর ইকবাল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে মধুপুর উপজেলার ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন এবং তারা নারায়ে তাকবির আল্লাহু আকবর ধ্বনিতে মধুপুর শহরকে মুখরিত করে তোলে। সমাবেশে প্রধান অতিথি বক্তব্য প্রদানকালে মধুপুরকে একটি উন্নত নগরে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং ২০০৬ সালের ২৮ অক্টোবরে সংঘটিত হত্যাকাণ্ডের নিন্দা জানান। তিনি ঘটনাটির সঙ্গে জড়িতদের জন্য দৃষ্টান্তমূমূলক শাস্তি দাবি করেন।


















