ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চার ছিনতাইকারী আটক,

চালকের বুদ্ধিমত্তায় প্রাণ ও সিএনজি দুটোই রক্ষা পেল

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৫:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৬৯১ বার পড়া হয়েছে

বুদ্ধি খাটিয়ে ছিনতাইকারীর হাত থেকে প্রাণ ও সিএনজি দুটোই রক্ষা করতে পেরেছেন খলিল নামের এক সিএনজি অটোচালক।

উপায় না পেয়ে অভিনব কায়দায় নিরাপদ স্থানে এসে প্রথমে ছোট দুর্ঘটনা ঘটানো এবং পরে চিৎকার চেঁচামেচি করে সাহায্য প্রার্থনা শেষে কৌশলে ছিনতাইকারীদের পুলিশে ধরিয়ে দিয়ে চালক এমন বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত প্রায় ১২টায় দিকে মধুপুর উপজেলার জলছত্র বাজার এলাকায়। আর বুদ্ধি খাটানো চালক খলিল কিশোরগঞ্জ জেলা সদরের অষ্টগ্রাম এলাকার মৃত রফিক মিয়ার ছেলে।

আটক চার ছিনতাইকারীরা হলো ময়মনসিংহ সদরের গোল পুকুর পাড়ের অতুল পালের ছেলে অসীম পাল (২৩), নেত্রকোণা জেলার দুর্গাপুরের মজিবনগর দক্ষিণ পাড়ার প্রাণেশ পালের ছেলে তাপস পাল (২১), মোহনগঞ্জের বরান্তর গ্রামের নিরঞ্জন পালের ছেলে সজিব চন্দ্র পাল(২১) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের মোহনপুর গ্রামের সুকুমার পালের ছেলে সজিব পাল (২২)।

সিএনজি চালক খলিল জানান, মঙ্গলবার ছিনতাইকারী এই চারজন কিশোরগঞ্জ থেকে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্ত্বরে আসতে ১৭শ টাকায় ভাড়ায় নিয়ে আসে। সন্ধ্যা ৬ টায় কিশোরগঞ্জের বড়পুল হতে যাত্রা শুরু করে রাত অনুমান সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল
আঞ্চলিক মহাসড়ক মধুপুরের পচিশমাইল বনের ভিতর পৌছামাত্র আসামীগণ বাদীকে সিএনজি থামাতে বলে।

সিএনজি থামাইতে অস্বীকৃতি জানালে তারা সিএনজি চালক খলিলকে ধারারো অস্ত্রের ভয় দেখিয়ে জোরজবরদস্তি করে। প্রাণে মেরে ফেলার ভয় দেখায়। এসময় খলিল অভিনব কায়দায় তাদের বলেন, একটি বাজার এলাকার কাছে তাকে নামিয়ে দিলে তিনি সিএনজি ছেড়ে দিয়ে চলে যাবেন।

জলছত্র বাজারে জনৈক বাবলু মিয়ার মুদির দোকানের সামনে পৌছামাত্র খলিল সিএনজিকে উল্টিয়ে দেয়। এসময় খলিল ডাক-চিৎকার শুরু করে।
আশপাশের লোকজন ছুটে আসলে খলিল তখন ডাকাত ডাকাত বলে চিৎকার করে। এগিয়ে আসা লোকজনকে দেখিয়ে দেন। দৌড়িয়ে তাদের আটক করে অরণখোলা পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, চালকের বুদ্ধিমত্তা ও সাহসিকতার প্রশংসা করেছেন। তারা বলেন, তার বুদ্ধির কারণে একটি বড় দুর্ঘটনা এড়ানো গেছে এবং ছিনতাইকারীরা ধরা পড়েছে।

মধুপুর থানার ওসি এমরানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নিয়ে বুধবার আদালতে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

চার ছিনতাইকারী আটক,

চালকের বুদ্ধিমত্তায় প্রাণ ও সিএনজি দুটোই রক্ষা পেল

আপডেট সময় : ০৫:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

বুদ্ধি খাটিয়ে ছিনতাইকারীর হাত থেকে প্রাণ ও সিএনজি দুটোই রক্ষা করতে পেরেছেন খলিল নামের এক সিএনজি অটোচালক।

উপায় না পেয়ে অভিনব কায়দায় নিরাপদ স্থানে এসে প্রথমে ছোট দুর্ঘটনা ঘটানো এবং পরে চিৎকার চেঁচামেচি করে সাহায্য প্রার্থনা শেষে কৌশলে ছিনতাইকারীদের পুলিশে ধরিয়ে দিয়ে চালক এমন বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত প্রায় ১২টায় দিকে মধুপুর উপজেলার জলছত্র বাজার এলাকায়। আর বুদ্ধি খাটানো চালক খলিল কিশোরগঞ্জ জেলা সদরের অষ্টগ্রাম এলাকার মৃত রফিক মিয়ার ছেলে।

আটক চার ছিনতাইকারীরা হলো ময়মনসিংহ সদরের গোল পুকুর পাড়ের অতুল পালের ছেলে অসীম পাল (২৩), নেত্রকোণা জেলার দুর্গাপুরের মজিবনগর দক্ষিণ পাড়ার প্রাণেশ পালের ছেলে তাপস পাল (২১), মোহনগঞ্জের বরান্তর গ্রামের নিরঞ্জন পালের ছেলে সজিব চন্দ্র পাল(২১) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের মোহনপুর গ্রামের সুকুমার পালের ছেলে সজিব পাল (২২)।

সিএনজি চালক খলিল জানান, মঙ্গলবার ছিনতাইকারী এই চারজন কিশোরগঞ্জ থেকে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্ত্বরে আসতে ১৭শ টাকায় ভাড়ায় নিয়ে আসে। সন্ধ্যা ৬ টায় কিশোরগঞ্জের বড়পুল হতে যাত্রা শুরু করে রাত অনুমান সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল
আঞ্চলিক মহাসড়ক মধুপুরের পচিশমাইল বনের ভিতর পৌছামাত্র আসামীগণ বাদীকে সিএনজি থামাতে বলে।

সিএনজি থামাইতে অস্বীকৃতি জানালে তারা সিএনজি চালক খলিলকে ধারারো অস্ত্রের ভয় দেখিয়ে জোরজবরদস্তি করে। প্রাণে মেরে ফেলার ভয় দেখায়। এসময় খলিল অভিনব কায়দায় তাদের বলেন, একটি বাজার এলাকার কাছে তাকে নামিয়ে দিলে তিনি সিএনজি ছেড়ে দিয়ে চলে যাবেন।

জলছত্র বাজারে জনৈক বাবলু মিয়ার মুদির দোকানের সামনে পৌছামাত্র খলিল সিএনজিকে উল্টিয়ে দেয়। এসময় খলিল ডাক-চিৎকার শুরু করে।
আশপাশের লোকজন ছুটে আসলে খলিল তখন ডাকাত ডাকাত বলে চিৎকার করে। এগিয়ে আসা লোকজনকে দেখিয়ে দেন। দৌড়িয়ে তাদের আটক করে অরণখোলা পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, চালকের বুদ্ধিমত্তা ও সাহসিকতার প্রশংসা করেছেন। তারা বলেন, তার বুদ্ধির কারণে একটি বড় দুর্ঘটনা এড়ানো গেছে এবং ছিনতাইকারীরা ধরা পড়েছে।

মধুপুর থানার ওসি এমরানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নিয়ে বুধবার আদালতে পাঠিয়েছে।