প্রয়াত আয়েন উদ্দিন খানের জানাজা শেষে মসজিদের পাশে দাফন
- আপডেট সময় : ০৪:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ২০ বার পড়া হয়েছে

মধুপুর রাণী ভবানীর ১৯৫৬ ব্যাচের ছাত্র, ফারাক্কা আন্দোলন টাঙ্গাইল কমিটির সদস্য ও অবিভক্ত মধুপুর–ধনবাড়ীর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিক আয়েন উদ্দিন খান বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার তাঁর নিজ বাড়ি বেরিবাইদ ইউনিয়নের ঝাটারবাইদ প্লটপাড়ায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। জানাজা শেষে প্রয়াত আয়েন উদ্দিনকে তাঁর ইচ্ছার প্রেক্ষিতে বাড়ির পাশের মসজিদের সাথেই দাফন করা হয়েছে।
তাঁর জানাজা নামাজ ওইদিনই বাদ আসর প্লটপাড়া ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও টাঙ্গাইল -১ আসনের দলীয় মনোনয়ন প্রাপ্ত ফকির মাহবুব আনাম স্বপন, জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মোন্তাজ আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীগণ উপস্থিত ছিলেন । তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আয়েন উদ্দিন খানের মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি মৃত্যু কালে স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।
উল্লেখ্য, তিনি প্রথম রাজনৈতিক জীবনে ভাসানীর আদর্শের রাজনীতির সাথে যুক্ত হন। পরে শ্রমিক সংগঠনের নেতৃত্ব দেন। অবশেষে জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত হয়ে কৃষক দলের নেতৃত্ব গ্রহণ করেন।

















