ঢাকা ০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের সহিত নামাজ আদায়, ১৮ শিশু-কিশোরকে ঘড়ি উপহার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
সোমবার (২৪ নভেম্বর) মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের সিংগারবাড়ী মধ্যেপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলে শিশু-কিশোরদের হাতে ইসলাম শিক্ষা পাঠাগারের উদ্যোগে এ ঘড়িগুলো উপহার হিসেবে তুলে দেওয়া হয়। উপহার প্রদান করেন মাহফিলের প্রধান আলোচক মুফতি আবু রায়হান আল মাদানী।
পুরস্কারপ্রাপ্ত কিশোর মো. মাহিন বলেন, এ প্রতিযোগিতা আমাদেরকে নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। উদ্যোগটির অন্যতম সমন্বয়ক মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, এই এলাকার শিশু-কিশোরদেরকে নিয়মিত নামাজি হিসেবে গড়ে তোলার উৎসাহ প্রদানের জন্য জামাতে নামাজ পড়ার এ প্রতিযোগিতার আয়োজন করি। তার আলোকে ১৮ জনকে, ঘড়ি উপহার দেওয়া হয়।
ইসলাম শিক্ষা পাঠাগারের সাধারণ সম্পাদক খন্দকার বদিউজ্জামান বুলবুল বলেন, বর্তমান প্রজন্মকে ছয় ইঞ্চির ডিসপ্লের বন্ধি দশা থেকে বের করে মসজিদমুখী করা এবং একজন সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা এই উৎসাহ মূলক উদ্যোগ ভবিষ্যৎতেও চালু রাখতে চাই।

অত্র আয়োজনে উপস্থিত ছিলেন সিংগারবাড়ী মধ্যেপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি এম. এ হানিফ, অত্র মাসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মাহমুদুল হাসান, ইসলাম শিক্ষা পাঠাগারের সাংগঠনিক সম্পাদক খালিদ মঞ্জিল মুজাহিদ, আবাবিল শিল্পীগোষ্ঠীর শিল্পী মাজহারুল ইসলাম, অত্র মাসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা সুরুজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

জামায়াতের সহিত নামাজ আদায়, ১৮ শিশু-কিশোরকে ঘড়ি উপহার

আপডেট সময় : ১২:২৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
সোমবার (২৪ নভেম্বর) মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের সিংগারবাড়ী মধ্যেপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলে শিশু-কিশোরদের হাতে ইসলাম শিক্ষা পাঠাগারের উদ্যোগে এ ঘড়িগুলো উপহার হিসেবে তুলে দেওয়া হয়। উপহার প্রদান করেন মাহফিলের প্রধান আলোচক মুফতি আবু রায়হান আল মাদানী।
পুরস্কারপ্রাপ্ত কিশোর মো. মাহিন বলেন, এ প্রতিযোগিতা আমাদেরকে নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। উদ্যোগটির অন্যতম সমন্বয়ক মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, এই এলাকার শিশু-কিশোরদেরকে নিয়মিত নামাজি হিসেবে গড়ে তোলার উৎসাহ প্রদানের জন্য জামাতে নামাজ পড়ার এ প্রতিযোগিতার আয়োজন করি। তার আলোকে ১৮ জনকে, ঘড়ি উপহার দেওয়া হয়।
ইসলাম শিক্ষা পাঠাগারের সাধারণ সম্পাদক খন্দকার বদিউজ্জামান বুলবুল বলেন, বর্তমান প্রজন্মকে ছয় ইঞ্চির ডিসপ্লের বন্ধি দশা থেকে বের করে মসজিদমুখী করা এবং একজন সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা এই উৎসাহ মূলক উদ্যোগ ভবিষ্যৎতেও চালু রাখতে চাই।

অত্র আয়োজনে উপস্থিত ছিলেন সিংগারবাড়ী মধ্যেপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি এম. এ হানিফ, অত্র মাসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মাহমুদুল হাসান, ইসলাম শিক্ষা পাঠাগারের সাংগঠনিক সম্পাদক খালিদ মঞ্জিল মুজাহিদ, আবাবিল শিল্পীগোষ্ঠীর শিল্পী মাজহারুল ইসলাম, অত্র মাসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা সুরুজ্জামান প্রমুখ।