গোপাল গোস্বামীর ৯৮তম তিরোধান দিবস অনুষ্ঠিত
মধুপুরে ৬ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন
- আপডেট সময় : ০৭:৫৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ আশ্রমের উদ্যোগে গোপাল পাগল গোস্বামীর ৯৮তম তিরোধান দিবস উপলক্ষে ৬ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হলো।
আশ্রম সূত্রে জানা গেছে, নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ২৮ নভেম্বর সূর্যোদয় থেকে বিরতিহীন নামকীর্তন চলে। এর ধারাবাহিকতায় ৪ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নামকীর্তন শেষ করে শুরু হয় অষ্টকালীন লীলা কীর্তন। গোপাল পাগল গোস্বামী প্রতিষ্ঠিত এ আশ্রমে দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে এমন কীর্তনের আয়োজন হয়ে আসছে।
৪৮ প্রহরের এই সনাতনী ধর্মীয় আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কীর্তনীয়া দল ও অসংখ্য ভক্ত নারী পুরুষ অংশ নেন। কীর্তনকে ঘিরে আশ্রম প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষেরও স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও বর্ণিল করে তোলে বলে জানিয়েছেন আশ্রম পরিচালনা কমিটির সভাপতি সুবল সাহা ও সাধারণ সম্পাদক টনি সিংহ। তারা আরও জানান, এই আয়োজনকে কেন্দ্র করে মধুপুরে সপ্তাহ ব্যাপি সৃষ্টি হয় এক ধর্মীয় ও আধ্যাত্মিক মিলনমেলা।
বৃহস্পতিবার রাতে লীলা কীর্তন চলাকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করতে আশ্রমের অনুষ্ঠান স্থলে আসেন। কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির দুই সদস্য। টাঙ্গাইল -১(মধুপুর-ধনবাড়ী) আসনের মনোনয়ন পাওয়া ফকির মাহবুব আনাম স্বপন ও মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আলী।


















