ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংকটাপন্ন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মধুপুরে দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় টাঙ্গাইলের মধুপুরে কোরআন তেলাওয়াত(খতম) ও গণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মধুপুর অডিটরিয়ামের সামনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোহী সংগঠনের ব্যানারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
মোহাম্মদ আলী বলেন, খালেদা জিয়া এখন দেশের সর্বজনীন নেত্রীতে পরিণত হয়েছেন। তার জন্য দেশের সবাই দোয়া করছেন। আপনারা দোয়া করুন তিনি যেনো সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে এসে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে পারেন। যারা সামনের নির্বাচনকে বানচালের জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র যেনো নসাৎ হয়ে যায়।
তিনি আরও বলেন, টাঙ্গাইল -১ (মধৃপুর- ধনবাড়ী) মনোনয়ন বাতিল করে নতুন করে মনোনয়ন দেয়ার দাবিতে মধুপুর ধনবাড়ীর মানুষ যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে তিনি বলেন, মধুপুর- ধনবাড়ীর জনগণের চাহিদার প্রতি সম্মান জানিয়ে মনোনয়ন নিয়ে নতুন করে ভাববার আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী সমর্থক গোষ্ঠীর সমন্বয়ক আনোয়ার হোসেন। বক্তব্য দেন বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদিন খান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান ও বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবি প্রমুখ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কোরআনখানী খতম শেষে বিশেষ মোনাজাত করা হয়। অ্যাডভোকেট মোহাম্মদ আলী নিজেই দোয়া পরিচালনা করেন।
উল্লেখ্য, টাঙ্গাইল-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন।।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

সংকটাপন্ন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মধুপুরে দোয়া মাহফিল

আপডেট সময় : ০৮:০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় টাঙ্গাইলের মধুপুরে কোরআন তেলাওয়াত(খতম) ও গণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মধুপুর অডিটরিয়ামের সামনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোহী সংগঠনের ব্যানারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
মোহাম্মদ আলী বলেন, খালেদা জিয়া এখন দেশের সর্বজনীন নেত্রীতে পরিণত হয়েছেন। তার জন্য দেশের সবাই দোয়া করছেন। আপনারা দোয়া করুন তিনি যেনো সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে এসে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে পারেন। যারা সামনের নির্বাচনকে বানচালের জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র যেনো নসাৎ হয়ে যায়।
তিনি আরও বলেন, টাঙ্গাইল -১ (মধৃপুর- ধনবাড়ী) মনোনয়ন বাতিল করে নতুন করে মনোনয়ন দেয়ার দাবিতে মধুপুর ধনবাড়ীর মানুষ যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে তিনি বলেন, মধুপুর- ধনবাড়ীর জনগণের চাহিদার প্রতি সম্মান জানিয়ে মনোনয়ন নিয়ে নতুন করে ভাববার আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী সমর্থক গোষ্ঠীর সমন্বয়ক আনোয়ার হোসেন। বক্তব্য দেন বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদিন খান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান ও বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবি প্রমুখ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কোরআনখানী খতম শেষে বিশেষ মোনাজাত করা হয়। অ্যাডভোকেট মোহাম্মদ আলী নিজেই দোয়া পরিচালনা করেন।
উল্লেখ্য, টাঙ্গাইল-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন।।