মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- আপডেট সময় : ০৪:৩৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ১২১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এবং টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক)এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
“দুর্নীতির বিরুদ্ধে, তারুণ্যের সঙ্গে—দৃঢ়ভাবে একসাথে” প্রতিপাদ্যে র্যালি, মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সনাক সভাপতি সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন বলেন, দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়। দুর্নীতি যদি সহ্য করেন এবং প্রতিবাদী না হন, তাহলে একে কোনোভাবেই থামানো যাবে না। দুর্নীতির বিরুদ্ধে সচেতন নাগরিক কমিটি ও টিআইবি’র মতো আরো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি ওসি মো. জাফর ইকবাল বলেন,
“দুর্নীতি জাতির অভিশাপ এবং সব উন্নয়নের বড় অন্তরায়। আমি নতুন দায়িত্ব গ্রহণ করেছি; মধুপুরে দুর্নীতি প্রতিরোধে সর্বাত্মক প্রয়াস অব্যাহত থাকবে।”
আলোচনা সভায় ধারণাপত্রের ওপর ভিত্তি করে দুর্নীতি প্রতিরোধে ১২ দফা সুপারিশ উপস্থাপন করেন সনাক সভাপতি বজলুর রশিদ খান।
দুপ্রক মধুপুরের সভাপতি মাদরাসা অধ্যক্ষ আব্দুল মজিদ, একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন সুলতানা সুমি, তথ্য আপা স্বপ্না কর্মকার প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন টিআইবি–সনাক, মধুপুরের এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া স্রং।

















