ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুরে র‌্যালি ও ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৫:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে “আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় বিষয়” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

বেলা ১১টায় মধুপুর সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি কলেজ চত্বর থেকে শুরু করে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে চাড়ালজানী মেট্রো হসপিটালের সামনে গিয়ে শেষ করে। ব্যানার-ফেস্টুন হাতে অংশগ্রহণকারীরা মানবাধিকার প্রতিষ্ঠার বিভিন্ন বার্তা তুলে ধরেন।

র‌্যালি শেষে মেট্রো হসপিটালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীসহ সকলেই এ ক্যাম্পে অংশ নিয়ে রক্তের গ্রুপ পরীক্ষার সুযোগ পান।

আয়োজকরা জানান, মানবাধিকার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবসেবাকে উৎসাহিত করতেই এ ধরনের ক্যাম্প আয়োজন করা হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সহ-সভাপতি এমএ রতন হায়দার, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার মোতালেব হোসেন, সিনিয়র সহ-সভাপতি এসএম শহীদ, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ নাজমুল হোসেন রনিসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

আলোচনায় ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর প্যারিসে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত ‘সার্বজনীন মানবাধিকার ঘোষণা’-র ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।

তারা বলেন“মানবাধিকার সুরক্ষা কোনো বিলাসিতা নয়; এটি মানুষের জন্মগত অধিকার। আজ বিশ্বজুড়ে নানাভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তাই দেশের প্রতিটি মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং অন্যের অধিকার রক্ষায়ও দায়িত্বশীল হতে হবে।”

এ বছর বিশ্ব মানবাধিকার দিবসের প্রতিপাদ্য— “আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় বিষয়।” মানবাধিকার শুধু বিশেষ কোনো ঘটনার বিষয় নয়; বরং প্রতিদিনের জীবনের সাথে জড়িয়ে থাকা মৌলিক অধিকারগুলোরই নাম মানবাধিকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

মধুপুরে র‌্যালি ও ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

আপডেট সময় : ০৫:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলের মধুপুরে “আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় বিষয়” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

বেলা ১১টায় মধুপুর সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি কলেজ চত্বর থেকে শুরু করে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে চাড়ালজানী মেট্রো হসপিটালের সামনে গিয়ে শেষ করে। ব্যানার-ফেস্টুন হাতে অংশগ্রহণকারীরা মানবাধিকার প্রতিষ্ঠার বিভিন্ন বার্তা তুলে ধরেন।

র‌্যালি শেষে মেট্রো হসপিটালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীসহ সকলেই এ ক্যাম্পে অংশ নিয়ে রক্তের গ্রুপ পরীক্ষার সুযোগ পান।

আয়োজকরা জানান, মানবাধিকার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবসেবাকে উৎসাহিত করতেই এ ধরনের ক্যাম্প আয়োজন করা হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সহ-সভাপতি এমএ রতন হায়দার, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার মোতালেব হোসেন, সিনিয়র সহ-সভাপতি এসএম শহীদ, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ নাজমুল হোসেন রনিসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

আলোচনায় ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর প্যারিসে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত ‘সার্বজনীন মানবাধিকার ঘোষণা’-র ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।

তারা বলেন“মানবাধিকার সুরক্ষা কোনো বিলাসিতা নয়; এটি মানুষের জন্মগত অধিকার। আজ বিশ্বজুড়ে নানাভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তাই দেশের প্রতিটি মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং অন্যের অধিকার রক্ষায়ও দায়িত্বশীল হতে হবে।”

এ বছর বিশ্ব মানবাধিকার দিবসের প্রতিপাদ্য— “আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় বিষয়।” মানবাধিকার শুধু বিশেষ কোনো ঘটনার বিষয় নয়; বরং প্রতিদিনের জীবনের সাথে জড়িয়ে থাকা মৌলিক অধিকারগুলোরই নাম মানবাধিকার।