কালিহাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি
- আপডেট সময় : ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করেছে কালিহাতী ব্লাড ফাউন্ডেশন। জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও বিনম্র স্মরণ জানাতে এ কর্মসূচি পালন করা হয়।
১৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে স্মরণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহবুব হাসান, সাধারণ সম্পাদক কিবরিয়া আহমেদ কবির, দপ্তর সম্পাদক সৈয়দ শাহরিয়ার আজাদ কাব্য এবং কার্যনির্বাহী সদস্য ফয়সাল, তাওহীদ, সোয়াইব ও টুকু।
কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহবুব হাসান বলেন,
“জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করতেই আমাদের এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচি। তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ একটি স্বাধীন দেশ পেয়েছি। নতুন প্রজন্মের মাঝে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস।”
তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির মেধা ও বিবেক। তাদের স্মরণ করা শুধু একটি দিনের আনুষ্ঠানিকতা নয়, বরং সারাজীবন তাদের আদর্শ ধারণ করাই আমাদের দায়িত্ব।
কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি স্থানীয়ভাবে প্রশংসিত হয়। উপস্থিত সবাই নীরবতা পালন ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন






















