মধুপুরে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ

- আপডেট সময় : ০৬:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ ৩০৮ বার পড়া হয়েছে

জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই স্লোগানে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে টাঙ্গাইলের মধুপুরের জনগণের মাঝে লিফলেট বিতরণ হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথভাবে প্রকাশিত ওই প্রচারপত্র বিতরণ করেন দুই সংগঠনের শিক্ষার্থীরা।
শুক্রবার (১০ জানুয়ারি)বিকেলে মধুপুর পৌর শহরে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণে তারা জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করাসহ ৭ দফা দাবি তুলে ধরেন।
লিফলেট বিতরণে জাতীয় নাগরিক কমিটির মধুপুরের প্রতিনিধি সদস্য সবুজ মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত সোহানুর রহমান, সোলায়মান হোসেন ছাড়াও মো.মাজহারুল ইসলাম,জিয়াদ হাসান জীম, মৃদুল,,অনিক,শুভ,সুমন,সিয়ামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় তারা বলেন, সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়েও এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেনি। আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।