ধনবাড়ীতে ট্রাক খাদে পড়ে চালক নিহত
- আপডেট সময় : ০২:০০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ২১৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক উল্টে নিরঞ্জন দাস নামের চালক ঘটনা স্থলেই মারা গেছেন। একই ঘটনায় আহত হয়েছেন ট্রাকের স্টাফ উজ্জ্বল।
শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে টাঙ্গাইল -জামালপুর আঞ্চলিক মহাসড়কের টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলাধীন ধোপাখালী ইউনিয়নের বাঘিল এলাকায় ঘটেছে এমন দুর্ঘটনা। নিহত নিরঞ্জন চন্দ্র দাস ও আহত উজ্জ্বল জামালপুর জেলার দিগপাইতের একই এলাকার বাসিন্দা।
ধনবাড়ী থানার কর্তব্যরত উপ পরিদর্শক আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ঢাকা থেকে ফেরার পথে ঘটনা স্থলে আসার পর দ্রুত গতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় ।খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদলকর্মী হতাহতদেন উদ্ধার করে। আহত উজ্জ্বলকে হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত গতির কারণে অথবা চালক ঘুমিয়ে যাওয়ার কারণে ট্রাক উল্টে খাদে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাক মালামাল ভরে সরিষাবাড়ীতে ফিরছিল।














