মধুপুরের সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত সিদ্দিক খানের জানাজায় জনতার ঢল

- আপডেট সময় : ০১:০০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজনীতিক প্রয়াত আবু সাইদ খান সিদ্দিকের জানাজা নামাজে জনতার ঢল নেমেছিল। মঙ্গলবার বিকেল আড়াইটায় প্রয়াতের দিগরবাইদ গ্রামের বাড়ির সামনে খোলা মাঠে অনুষ্ঠিত জানাজা নামাজে মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক রফিকুল ইসলাম,অন্যান্য ইউপি চেয়ারম্যান,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
সোমবার সন্ধ্যায় তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন) ।
দীর্ঘদিন হার্টের নানা জটিলতায় ভোগ ছিলেন। সম্প্রতি মেজর অস্ত্রােপাচার হয় তার। অপারেশন পরবর্তী জটিলতায় তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দিগরবাইদ গ্রামের সুজাত আলী খানের দ্বিতীয় ছেলে আবু সাইদ খান সিদ্দিক। তিনি একটি দলের রাজনীতি করলেও বিগত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। ক্যান্সার রোগী স্ত্রী, দুই ছেলে, স্বজনসহ অসংখ্য ভক্ত অনুসারী রেখে গেছেন।
জানাজা শেষে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।