মধুপুরে সাপের কামড়ে বিদেশ ফেরত যুবকের মৃত্যু

- আপডেট সময় : ১১:৫০:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে সাপের কামড়ে সিঙ্গাপুর থেকে সম্প্রতি ফিরে আসা রায়হান(২২)নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে ময়মনসিংগ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রায়হান মধুপুর পৌর এলাকার বিপ্রবাড়ী গ্রামের জনৈক বাছেদ আলীর ছেলে।
নিহত রায়হানের কাকী শরীফা খাতুন জানান, রোববার সন্ধ্যায় বাড়ির কাছের ময়মনসিংহ সড়কের বিএডিসি ফার্ম এলাকার চাঁদের হাসি কফি হাউজের সামনে ঘাসের উপর দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছিলেন রায়হান। এ সময় পায়ে অজ্ঞাত পোকার কামড় অনুভব করেন তিনি। অবহেলা করে সময় পার হয়। অসুস্থ্য হয়ে পড়লে রাত সাড়ে ৯ টার দিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বাড়িতে ফিরে আনা ও সর্বশেষ রাত ১ টার দিকে জটিল অবস্থায় ময়মনসিংহ নেয়া হয়। সেখানে গিয়ে সাপে কামড়ানোর বিষয়টি নিশ্চিত হয় চিকিৎসকগণ। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়। মধুপুর থানার ওসি এমরানুল কবির জানান, তার কাছে এমন তথ্য নেই।
শালবনবার্তাটোয়েন্টিফোর.কম/এআর